ধোনি-সাক্ষীর মেয়ে জিবার প্রথম ছবি প্রকাশ

Updated By: Mar 4, 2015, 07:09 PM IST
ধোনি-সাক্ষীর মেয়ে জিবার প্রথম ছবি প্রকাশ

ক্যাপ্টেন কুল এখন ড্যাডি কুল। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে বাবা যখন দেশকে বিশ্বকাপে জেতাতে ব্যস্ত, ছোট্ট মেয়ে জিবা তখন বড় হয়ে উঠছে আস্তে আস্তে। ধোনিকন্যা জিবার প্রথম ছবি টুইট করলেন মা সাক্ষী।

সোমবার সাক্ষী একটি ছবি টুইটারে পোস্ট করেন যেখানে ছোট্ট জিবা ধরে আছে তার মায়ের হাত। এই প্রথম ধোনি পরিবারের তরফে জিবার কোনও ছবি পোস্ট করা হল। ছবি টুইট করে সাক্ষী লিখেছেন, 'বান্ডল অফ জয়।' গত ৬ ফেব্রুয়ারি গুরগাঁওয়ের এক হাসপাতালে জন্ম হয় ধোনি-সাক্ষীর প্রথম সন্তানের।

আগামী শুক্রবার বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নামছে ভারত।

 

 

 

.