দাঁতে ব্যথা মুহূর্তে কমিয়ে দিতে পারে এই গাছের রস, জেনে নিন
এই গাছের ফুল, পাতা, ছাল সবই ওষুধ তৈরির জন্য ব্যবহার করা হয়।
নিজস্ব প্রতিবেদন : রাস্তার ধারে দেখা মেলে অনেক সময় এই গাছের। যত্ন ছাড়াই বেড়ে ওঠে এই গাছ। বেগুনি ফুট ফোটে। এই গাছের ফুল, পাতা, ছাল সবই ওষুধ তৈরির জন্য ব্যবহার করা হয়। জানেন কি, আকন্দ ফুলের গাছ ঠিক কতটা উপকারী! কাঁঠাল পাতার মতো বড় বড় আকারের পাতা হয় আকন্দ গাছে। তারই মাঝে ফুটে থাকে ফুল। আসুন জেনে নেওয়া যাক, আকন্দ গাছের উপকারিতা-
আরও পড়ুন- বাসে, ট্রামে চড়লেই বমি বমি ভাব, অস্বস্তি? জেনে নিন ঘরোয়া প্রতিকার
প্রচণ্ড দাতে ব্যথা মুহূর্তে কমিয়ে দিতে পারে আকন্দের কষ। তুলোয় ভিজিয়ে দাঁতের গোড়ায় লাগাতে হবে। ব্যথা কমে যাবে নিমেশেই।
শরীরের কোনও জায়গায় দূষিত ক্ষত হলে সেখানে আকন্দ পাতা সিদ্ধ করা জল দিয়ে ধুয়ে দিলে পুঁজ হয় না।
পা মচকে গেলে বা শরীরে চোটজনিত প্রচণ্ড ব্যথায় আকন্দ পাতা দিয়ে গরম শেঁক দিলে ব্যথা উপশম হয় কিছুটা।
দূষিত পোকামাকড় কামরালে জ্বালা কমাতে আকন্দ পাতা ব্যবহার করা হয়।
আকন্দের আঁঠার সঙ্গে চারগুণ সর্ষের তেল মিশিয়ে গরম করে তার সঙ্গে কাঁচা হলুদের রস মিশিয়ে খোস পাচড়ায় লাগালে উপকার পাওয়া যায়।
আকন্দের মূল গুঁড়ো করে খেলে খিদে বৃদ্ধি পায়। তবে দু গ্রামের বেশি খাওয়া যাবে না।