'ইনস্টাগ্রামের রাজা'র জীবন সাজানো মহিলা, জুয়া আর বন্দুকে
তাঁকে সবাই চেনে ইনস্টাগ্রামের রাজা হিসেবে। ওর অনেক অনেক টাকার বেশিরভাগটাই আসে জুয়া খেলে। পোশাকি ভাষায় যে খেলার নাম পোকার। ওর নাম ডান ব্লেজিরিয়ান। ডানকে সবাই চেনে তার বেহিসেবি জীবনের জন্য। ডান মানেই মহিলা, জুয়া আর বন্দুক। ডানের বাবা পল ছিলেন কোটিপতি। জুয়া ব্যবসা থেকেই তার টাকা আসে। তবে ডানের বাবা একটা সময় দেউলিয়া হয়ে পড়েছিলেন। তারপর সেই ব্যবসার হাল ধরেন ডান। বাকিটা তো ইতিহাস।
ওয়েব ডেস্ক: তাঁকে সবাই চেনে ইনস্টাগ্রামের রাজা হিসেবে। ওর অনেক অনেক টাকার বেশিরভাগটাই আসে জুয়া খেলে। পোশাকি ভাষায় যে খেলার নাম পোকার। ওর নাম ডান ব্লেজিরিয়ান। ডানকে সবাই চেনে তার বেহিসেবি জীবনের জন্য। ডান মানেই মহিলা, জুয়া আর বন্দুক। ডানের বাবা পল ছিলেন কোটিপতি। জুয়া ব্যবসা থেকেই তার টাকা আসে। তবে ডানের বাবা একটা সময় দেউলিয়া হয়ে পড়েছিলেন। তারপর সেই ব্যবসার হাল ধরেন ডান। বাকিটা তো ইতিহাস।
কয়েকশো কোটি ডলারের মালিক ডান। জুয়া খেলেন, অভিনয় করেন। আরও অনেক কিছু থেকে রোজগার করেন। সেই ডান বলেন, তাঁর শখ হল প্রতিদিন নতুন নতুন সুন্দরী মহিলাদের সঙ্গে পরিচয় করা, আর তাদের সঙ্গে রাত্রিবাস করা। তবে টাকা আছে বলেই কখনও কাউকে জোর করেন না। যেসব মহিলারা সব জানার পরেও তার কাছে আসে ডান তাদের সঙ্গেই সময় কাটান। লোক ডানকে এরজন্য ভাল চোখে দেখে না। কিন্তু তাতে কী ডান বলে এটাই জীবন। কাজের সময় পরিশ্রম করো আর যখন অবসর তখন দুনিয়াটাকে উভোগ কর। ডানের আরও একটা শখ হল বিশ্বের নান জায়গার বন্দুক সংগ্রহ করা।