দেশে প্রতি চার মিনিটে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় একজনের

দেশজুড়ে বাড়ছে পথ দুর্ঘটনার সংখ্যা। ক্ষতিপূরণ দিতে টান পড়ছে বাজেটে। দুর্ঘটনা কমাতে রাজ্যগুলিকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় কেন্দ্র। গাইডলাইন না মানায় কেন্দ্রের তোপ রাজ্যকে।

Updated By: Mar 9, 2015, 10:08 PM IST

ওয়েব ডেস্ক: দেশজুড়ে বাড়ছে পথ দুর্ঘটনার সংখ্যা। ক্ষতিপূরণ দিতে টান পড়ছে বাজেটে। দুর্ঘটনা কমাতে রাজ্যগুলিকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় কেন্দ্র। গাইডলাইন না মানায় কেন্দ্রের তোপ রাজ্যকে।

দেশে প্রতি চার মিনিটে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় একজনের। অর্থাত্‍

‍বছরে পথ দুর্ঘটনায় এক লক্ষ তিরিশ হাজার মানুষের মৃত্যু হয়।

মোট দুর্ঘটনার সংখ্যা ৫ লক্ষ।

নিয়ম অনুযায়ী মৃতদের পরিবারকে এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়।

আহতদের পরিবারগুলিকে দেওয়া হয় পঞ্চাশ হাজার টাকা।

পাঁচ লক্ষ পরিবারকে ক্ষতিপূরণ দিতে সরকারের খরচ হয় বছরে সাড়ে বত্রিশশো কোটি টাকা।

ফলে বাজেটের একটা বড় অংশই ক্ষতিপূরণ বাবদ খরচ হচ্ছে। দুর্ঘটনা কমাতে তাই গত বছর ডিসেম্বরে বিচারপতি কে এস রাধাকৃষ্ণনের নেতৃত্বে কমিটি গঠন করে কেন্দ্র। কমিটির সুপারিশ ছিল

প্রত্যেকটি রাজ্যকে অ্যাকশন প্ল্যান তৈরি করে পাঠাতে হবে।

এছাড়াও গঠন করতে হবে রোড সেফটি কাউন্সিল।

মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, সিটবেল্ট ও হেলমেটের ব্যবহার, গতি নিয়ন্ত্রণের ওপর বিশেষ জোর দেওয়া হয়।  

রোড সেফটি ফান্ড তৈরির নির্দেশও দেওয়া হয়।

তবে কেন্দ্রের কোনও নির্দেশই মানেনি রাজ্য। ক্ষুব্ধ কেন্দ্র এবার রাজ্যের স্বরাষ্ট্র দফতরকে বিষয়টি দেখার নির্দেশ দিয়েছে।

 

.