বাজার ঢুকছে হুড়মুড়িয়ে, বদলে ফেলুন আপনার ফেসবুক সেটিং

নিজেদের আরও ফুঁলিয়ে ফাঁপিয়ে নিতে নতুন করে আরও বিজ্ঞাপনদাতাদের সঙ্গে মোটা টাকার চুক্তি সেরে ফেলেছে ফেসবুক। আমার -আপনার ব্যক্তিগত বিভিন্ন তথ্য বিজ্ঞাপনদাতাদের কাছে সরবরাহ করে মোটা টাকা উপাজর্নের সব ব্যবস্থাই পাকা করে ফেলেছে ফেসবুক। সারাদিন ফেসবুকে আপনি যা পোস্ট করছেন, যা লিখছেন, কিংবা মতামত দিচ্ছেন,তার ওপর ভিত্তি করে বিজ্ঞাপন আপনার কাছে হাজির হয়ে যাবে। তাতে আপনি যতই বিরক্ত হন ফেসবুকে বিজ্ঞাপন বাবাজিকে তাড়াতে পারেবন না। তাহলে উপায়! বদলে ফেলুন আপনার ফেসবুকের পাঁচটি ফিচার। জেনে নিন কোন তিনটি সেটিং আপনি বদলাবেন--

Updated By: Sep 22, 2014, 12:14 PM IST
বাজার ঢুকছে হুড়মুড়িয়ে, বদলে ফেলুন আপনার ফেসবুক সেটিং

ওয়েব ডেস্ক: নিজেদের আরও ফুঁলিয়ে ফাঁপিয়ে নিতে নতুন করে আরও বিজ্ঞাপনদাতাদের সঙ্গে মোটা টাকার চুক্তি সেরে ফেলেছে ফেসবুক। আমার -আপনার ব্যক্তিগত বিভিন্ন তথ্য বিজ্ঞাপনদাতাদের কাছে সরবরাহ করে মোটা টাকা উপাজর্নের সব ব্যবস্থাই পাকা করে ফেলেছে ফেসবুক। সারাদিন ফেসবুকে আপনি যা পোস্ট করছেন, যা লিখছেন, কিংবা মতামত দিচ্ছেন,তার ওপর ভিত্তি করে বিজ্ঞাপন আপনার কাছে হাজির হয়ে যাবে। তাতে আপনি যতই বিরক্ত হন ফেসবুকে বিজ্ঞাপন বাবাজিকে তাড়াতে পারেবন না। তাহলে উপায়! বদলে ফেলুন আপনার ফেসবুকের পাঁচটি ফিচার। জেনে নিন কোন তিনটি সেটিং আপনি বদলাবেন--

১) অটোপ্লেয়িং ভিডিও (Autoplaying videos)-ফেসবুকের নিউজ ফিডে স্ক্রল করতে গিয়ে দেখলেন নিজে থেকেই বিজ্ঞাপনের কোনও একটা ভিডিও চালু হয়ে গেল (এতদিন শুধু ভিডিও ক্লিক করলেই খুলত)। এতে শুধু আপনার বিরক্তি বাড়ল,তাই নয় সঙ্গে আপনার ইন্টারনেটের জিবিও খরচ হতে শুরু করল। তাহলে উপায়? প্রথমে ক্লিক করুন, ডানদিকের স্ক্রিনে অ্যারওতে ক্লিক করুন। তারপর সেটিংস বটনে গিয়ে বাঁ দিকে গিয়ে ভিডিও লিঙ্ক পাবেন। সেখানে অটো প্লে ভিডিও বন্ধ করুন।

First, click the arrow on the far-right of the screen. Then click the "Settings" button.You should see a variety of options. Click the "Videos" link in the left column. From there, click the drop-down next to "Auto-Play Videos" and set it to "Off."

২) সার্চ ক্লিয়ার করে ফেলুন-- ফেসবুকে সার্চ অপশনে আত্মীয়, বন্ধু,সোশ্যাল পেজ কিংবা অন্য কিছু যা সার্চ করেছেন, সব ক্লিয়ার করে ফেলুন। কারণ ফেসবুক আপনার এই সার্চ হিস্ট্রি সেভ করে রেখে দিতে পারে। এবং সার্চ হিস্ট্রি থেকে সমীক্ষা করা বিভিন্ন ওয়েবসাইট আপনার পেজে বিজ্ঞাপন হয়ে হাজির হতে পারে। তাহলে কী করবেন---

First, in your profile click the down arrow in the upper right corner and then the "Settings" option to navigate to your settings page.

Now, click the "Privacy" tab on the left-hand menu. Finally, under "Who can see my stuff?" click "Use Activity Log" to get to where Facebook hides all of the data that it's been tracking since day one.

When you first open your activity log, the "Search" option should be hidden. There should be a "More" option somewhere under the tab listings that start with "Photos." Click that, and you'll see all of your options.

৩) প্রাইভেসি সেটিং- ফেসবুকে যখন আপনি কোনও ব্যক্তিগত পোস্ট করেন, নিশ্চয় চাইবেন না গোটা বিশ্ব সেটা দেখুক। তাহলে! আপনি প্রাইভেসি সেটিংস-এর ব্যবহার করুন--এইভাবে--
First, navigate to your settings page again by clicking the upside-down triangle in the upper-right corner of your profile and then the "Settings" button.

Now click the "Privacy" tab on the left, and you should see a bunch of options. Clicking the "Edit" button will give you a drop-down menu where you can select the options which best suit your needs. In most cases, you'll want to change the settings to Friends or turn it off.

.