চুরি ঠেকাতে আইফোনে এবার 'হত্যা' সুইচ

Updated By: Sep 18, 2014, 12:07 PM IST
চুরি ঠেকাতে আইফোনে এবার 'হত্যা' সুইচ

ওয়েব ডেস্ক: চুরি ঠেকাতে আইফোনে 'হত্যা' সুইচ নিয়ে এল অ্যাপেল। এই সুইচের মাধ্যমে ফোন চুরি গেলে ইউসাররা স্থায়ীভাবে ফোনের ডেটা 'লক' এবং 'ডিলিট' করতে পারবেন।

কিল সুইচ অ্যাপেলের নয়া ফোন আই ফোন সিক্স ও আই ফোন সিক্স প্লাসে পাওয়া যাবে। আই ফোনের পুরনো মডেল গুলিতে ইচ্ছামত এই সুইচ ইনস্টল করতে পারবেন ব্যবহারকারীরা।

এই কিল সুইচকে 'গেম চেঞ্জার' বলে দাবি করেছেন আইনজীবী জর্জ গ্যাসকন। গ্যাসকন বহুদিন ধরে এই কিল সুইচকে ফোনে অন্তর্ভুক্ত করার জন্য লড়াই চালাচ্ছিলেন।

এপ্রিল মাসে আরও ১০টি যন্ত্র প্রস্তুতকারী সংস্থার সঙ্গে অ্যাপেলও কিল সুইচকে নিজেদের নতুন স্মার্ট ফোনে অন্তর্ভুক্ত করটে রাজি হয়।

.