ইন্টারভিউ দিতে যাওয়ার আগে এইগুলি মানলেই সাফল্য হাতের মুঠোয়!

Updated By: Aug 23, 2017, 11:20 AM IST
ইন্টারভিউ দিতে যাওয়ার আগে এইগুলি মানলেই সাফল্য হাতের মুঠোয়!

ওয়েব ডেস্ক: চাকরি খুঁজছেন? ভালো করে ইন্টারভিউ দিচ্ছেন, ভাবছেন হয়তো এবার চাকরিটা হয়েই যাবে। কিন্তু নিজের ১০০ শতাংশ দেওয়ার পরও চাকরিটা হল না আপনার। এমনটা হয়তো আমাদের প্রত্যেকেরই সঙ্গে কম বেশি হয়েছে। চাকরিটা পাওয়ার জন্য হয়তো আপনার আরও একটু বেশি নিজেকে তৈরি করতে হত! এর পরও এমন কিছু টোটকা দিচ্ছে ফ্রেংশ্যুই। এই কয়েকটি টিপস্ মানলেই ইন্টারভিউ দিয়ে আপনার সাফল্য আসবেই..

ফ্রেংশ্যুই বলছে,

১. ইন্টারভিউ দেওয়ার সময়ে নীল বা সবুজ রঙের জামা পড়ে যাবেন। এই রঙগুলি সমৃদ্ধি, উন্নতির।

২. ইন্টারভিউ দিতে যাওয়ার সময়ে কালো বা সাদা রঙের জামা না পড়ে যাওয়াই ভালো। কারণ ফ্রেংশ্যুই মতে, এতে নাকি সম্ভাবনা সীমিত থাকে।

৩. কোনও আগ্রাসী রঙের জামা না পড়ে যাওয়াই ভালো, তাতে আপনার আপনার পক্ষে অনেকের নেতিবাচক ধারণা হবে। সেক্ষেত্রে আপনার সাফল্যের হার কমে যাবে।

৪. ইন্টারভিউ দিতে যাওয়ার আগে গেটের বাইরে কিছুক্ষণ চুপ করে দাঁড়ান, তাতে আপনার মন শান্ত হবে, মনোনিবেশ করতে পারবেন।

৫. ইন্টারভিউ রুমের বাইরে দাঁড়িয়ে একবার জোরে নিঃশ্বাস ফেলুন। তাতে আপনার মনে জমে থাকা সব চিন্তা ও নেতিবাচক ধারণা বেরিয়ে যাবে।

.