আপনার বাড়ি, রেস্তোরাঁর উদ্বৃত্ত খাবার আর ফেলে দেবেন না, যোগাযোগ করুন এভাবে

আপনার বাড়িতে অনুষ্ঠান, সেখানে অনেক আমন্ত্রিত অতিথিই এলেন না। অনেক খাবার বেঁচে গিয়েছে? খাবার নষ্ট হবে ভেবে মাথায় হাত পড়েছে আপনার? অথবা আপনার রেস্তোরাঁর ব্যবসা? খদ্দের না হলে অনেক খাবার ফেলে দিতে হয়? তাহলে আর চিন্তা করবেন না। আপনার বাড়ির উদ্বৃত্ত খাবার অনেক দরিদ্র মানুষের হাতে তুলে দিতে হাজির একাধিক সংগঠন।

Updated By: Oct 17, 2016, 12:27 PM IST
আপনার বাড়ি, রেস্তোরাঁর উদ্বৃত্ত খাবার আর ফেলে দেবেন না, যোগাযোগ করুন এভাবে

ওয়েব ডেস্ক: আপনার বাড়িতে অনুষ্ঠান, সেখানে অনেক আমন্ত্রিত অতিথিই এলেন না। অনেক খাবার বেঁচে গিয়েছে? খাবার নষ্ট হবে ভেবে মাথায় হাত পড়েছে আপনার? অথবা আপনার রেস্তোরাঁর ব্যবসা? খদ্দের না হলে অনেক খাবার ফেলে দিতে হয়? তাহলে আর চিন্তা করবেন না। আপনার বাড়ির উদ্বৃত্ত খাবার অনেক দরিদ্র মানুষের হাতে তুলে দিতে হাজির একাধিক সংগঠন।

আরও পড়ুন- শরীর সুস্থ রাখতে লেবুর রস কতটা উপকার করে জানুন

কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, জয়পুর, পুণের বাসিন্দা হলে যোগাযোগ করতে পারেন ফিডিং ইন্ডিয়ার সঙ্গে। নম্বর: ৯৮৭১১৭৮৮১০। এই নম্বর ২৪ ঘণ্টা খোলা। কলকাতার ক্ষেত্রে যোগাযোগ করতে পারেন ৯৮৩৬৭৭৭২৫৩ নম্বরে

আসানসোলে বাড়ি হলে আপনি যোগাযোগ করতে পারেন চন্দ্রশেখর কুণ্ডুর সঙ্গে। তাঁর ফোন নম্বর  ৯৬৪৭৬২৭৬১৬

মুম্বইয়ের বাসিন্দা হলে আপনি যোগাযোগ করতে পারেন রোটি ব্যাঙ্কে। নম্বর ৯৮৬৭২২১৩১০। এই নম্বর ২৪ ঘণ্টা খোলা

.