অঙ্কের জটিল ধাঁধার সমাধানে শিক্ষক-পড়ুয়া, শিক্ষক দিবস পালিত গুগল-ডুডলে

আজ শিক্ষক দিবস। সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিন। স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি তথা দেশের দ্বিতীয় রাষ্ট্রপতি।তবে দেশ তাঁকে চেনে, প্রিয় শিক্ষক হিসেবে। সেকারণেই তাঁর জন্মদিনে প্রতি বছরের মতো, দেশজুড়ে পালিত হচ্ছে শিক্ষক দিবস। শিক্ষকদের সম্মান জানাতে পিছিয়ে নেই গুগলও। মাধ্যম সেই ডুডল গুগল-ডুডলের মাধ্যমে এই ইন্টারনেট সার্চ ইঞ্জিনের হোম পেজের পর্দায় ফুটে উঠেছে শিক্ষক-পড়ুয়ার সম্পর্ক। চোখের সামনে ভেসে উঠছে দুটি হাত। একটি শিক্ষকের, অন্যটি শিক্ষার্থীর। দুই হাত মিলে সমাধান করে ফেলছে জটিল সব অঙ্ক। শিক্ষকদের আজ এভাবেই সম্মান জানাল গুগল। 

Updated By: Sep 5, 2015, 11:01 PM IST
অঙ্কের জটিল ধাঁধার সমাধানে শিক্ষক-পড়ুয়া, শিক্ষক দিবস পালিত গুগল-ডুডলে

ব্যুরো: আজ শিক্ষক দিবস। সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিন। স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি তথা দেশের দ্বিতীয় রাষ্ট্রপতি।তবে দেশ তাঁকে চেনে, প্রিয় শিক্ষক হিসেবে। সেকারণেই তাঁর জন্মদিনে প্রতি বছরের মতো, দেশজুড়ে পালিত হচ্ছে শিক্ষক দিবস। শিক্ষকদের সম্মান জানাতে পিছিয়ে নেই গুগলও। মাধ্যম সেই ডুডল গুগল-ডুডলের মাধ্যমে এই ইন্টারনেট সার্চ ইঞ্জিনের হোম পেজের পর্দায় ফুটে উঠেছে শিক্ষক-পড়ুয়ার সম্পর্ক। চোখের সামনে ভেসে উঠছে দুটি হাত। একটি শিক্ষকের, অন্যটি শিক্ষার্থীর। দুই হাত মিলে সমাধান করে ফেলছে জটিল সব অঙ্ক। শিক্ষকদের আজ এভাবেই সম্মান জানাল গুগল। 

.