Display Toll Prices: এবার গুগল ম্যাপই দেখাবে কোথায় কত টোল ট্যাক্স দিতে হবে
যখন কোনও যাত্রী যাত্রা শুরু করবেন, তিনি তাঁর Google Maps অ্যাপে দেখে নিতে পারবেন, পথের কোথায় কোথায় টোল ট্যাক্স দিতে হবে। মিলবে Toll Pass-ও।
নিজস্ব প্রতিবেদন: গুগল ম্যাপ একটি নতুন ফিচার যোগ করতে চলেছে। এবার তারা তাদের অ্যাপের ব্যবহারকারীদের টোল ট্যাক্সের পরিমাণও দেখিয়ে দেবে। দেবে 'টোল পাস'।
সংস্থা ঘোষণা করেছে, যখনই কোনও যাত্রী যাত্রা শুরু করবেন, তিনি তার গুগল অ্যাপে দেখে নেবেন, পথের কোথায় কোথায় টোল ট্যাক্স দিতে হবে। সংশ্লিষ্ট টোল ট্যাক্স সংস্থার থেকেই আগাম ব্যবহারকারীর কাছে বার্তা চলে আসবে। অ্যাপ এ-ও দেখাবে, সপ্তাহের কোন দিন সেটি, এবং সংশ্লিষ্ট টোল পয়েন্টে সেই মুহূর্তে কোন গাড়ির জন্য কত ট্যাক্স ধার্য।
শুধু তাই নয়, নতুন ফিচার দেখাবে, সংশ্লিষ্ট যাত্রীর যে গন্তব্য তা কত সহজে ও কম দূরত্ব অতিক্রম করে যাওয়া যাবে।
গুগল ম্যাপের এই নতুন রিভাইজড অ্যাপ যে শুধু রাস্তার টোল প্লাজা ও সেখানে ধার্য টোলের পরিমাণই জানাবে, তা নয়; ব্যবহারকারীকে তা এ-ও দেখাবে, কী ভাবে যে-পথে টোল দিতে হবে সেই পথ এড়িয়ে ভিন পথে সংশ্লিষ্ট যাত্রী তাঁর গন্তব্যে পৌঁছতে পারবেন।
আরও পড়ুন: Ambubachi: কবে অম্বুবাচী? এই তিথির নিয়ম আচার-বিচার জানেন তো?