Happy Chocolate Day 2022: প্রেমের সপ্তাহে Chocolate Day, বিশেষ বার্তায় দৃঢ় হোক সম্পর্ক

চকোলেট ডে'র দিনে সঙ্গে একে অপরকে জানিয়ে দিন মনের কথা। 

Updated By: Feb 9, 2022, 02:07 PM IST
Happy Chocolate Day 2022: প্রেমের সপ্তাহে Chocolate Day, বিশেষ বার্তায় দৃঢ় হোক সম্পর্ক
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: রোজ ডে দিয়ে শুরু হয়েছে ভ্যালেন্টাইনস উইক। আজ এই সপ্তাহের তৃতীয় দিন অর্থাৎ ৯ ফেব্রুয়ারি, চকোলেট ডে (Chocolate Day)। এই সময়ে মনের মানুষটির থেকে একটি ‘মিষ্টি’ উপহার পেতে কার না ভালো লাগে! সেই চকোলেট ডে'র দিনে সঙ্গে একে অপরকে জানিয়ে দিন মনের কথা। এই দিনটিকে বিশেষ করে তুলতে চান, তাহলে আজ সকালে প্রথমেই তাদের চকলেট দিবসের শুভেচ্ছা জানান। চকোলেট ডে ২০২২ এর জন্য রইল চকোলেট ডে-এর শুভেচ্ছা, বার্তা এবং স্ট্যাটাস ওয়ালপেপার।

এই দিনে কেমন মেসেজ পাঠাতে পারেন প্রিয়জনকে? 

তুমি আমার জীবনকে চকলেটের মতো মিষ্টি এবং ভালবাসায় ভরিয়ে দাও। শুভ চকলেট দিবস!

তোমার হাসির মতো মিষ্টি চকলেটের বার খোঁজার চেষ্টা করেছি কিন্তু খুঁজে পাইনি। শুভ চকলেট দিবস!

আশা করি তোমার জীবন চকোলেটের মতো মিষ্টি হয়ে উঠুক। আজ এবং প্রতিদিন তোমার সঙ্গে একসাথে আনন্দ ভাগ করে নেবো। শুভ চকলেট দিবস।

চকোলেটের দিব্যি, সারা জীবন তোমার সঙ্গে থাকব। তোমার আনন্দ আর দুঃখ ভাগ করে নেব। কথা দিলাম, সব সময়ে আছি।

ডেয়ারি মিল্ক কিটক্যাট-কে বলেছিল, আমি বিশ্বের সবচেয়ে মিষ্টি, কিন্তু কিটক্যাট বলেছে, তুমি সম্ভবত জানো না, যে এটি পড়ছে সে আমাদের চেয়েও বেশি মিষ্টি। চকলেট ডে-এর শুভেচ্ছা।

বাক্সের চকোলেট ফুরোবে এক দিন/ বড় জোর সপ্তাহখানেক কিংবা এক বছর,  তুমি থেকে যাবে হৃদয়ে/ সারাজীবন অক্ষত অমর! 

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.