বন্ধুর মেসেজ 'লুকিয়ে' পড়তে হোয়াটস অ্যাপে নয়া ফিচার
এবার হোয়াটস অ্যাপে বন্ধুর পাঠানো মেসেজ আপনি পরেছেন কিন্তু জানাতে চান না, তার জন্য হোয়াটস অ্যাপ নিয়ে এসেছে নতুন ফিচার "ব্লু টিক মার্কস"কে আনচেক করার। চট জলদি 'চাঁদ মামার টিক' মানে ব্লু টিক তুলতে কী করতে হবে দেখে নিন এক নজরে
ওয়েব ডেস্ক: এবার হোয়াটস অ্যাপে বন্ধুর পাঠানো মেসেজ আপনি পরেছেন কিন্তু জানাতে চান না, তার জন্য হোয়াটস অ্যাপ নিয়ে এসেছে নতুন ফিচার "ব্লু টিক মার্কস"কে আনচেক করার। চট জলদি 'চাঁদ মামার টিক' মানে ব্লু টিক তুলতে কী করতে হবে দেখে নিন এক নজরে
ব্লু টিক ফিচারকে অদৃশ্য করতে গেলে
১) হোয়াটস অ্যাপেকে আপডেট করুন
২) তারপর সেটিং গিয়ে settings>Account>Privacy
৩) টিক মার্ক তুলে দিন ‘Read receipts’ থেকে
হোয়াটস অ্যাপের এই ফিচার নতুনভাবে আপডেট করা হয়েছে