ইঞ্জিনিয়ারিং স্নাতকদের জন্য সুখবর, কর্মী নিয়োগ করবে এয়ার ইন্ডিয়া

সদ্য ইঞ্জিনিয়রিং যাঁরা পাশ করছেন, আর যাঁরা চাকরির সন্ধানে, তাঁদের জন্য সুখবর। মোট ২৮০টি শূন্যপদে কর্মী নিয়োগ করবে এয়ার ইন্ডিয়া। আসুন দেখে নেওয়া যাক, সেই নিয়োগ সংক্রান্ত প্রাথমিক কিছু তথ্য।

Updated By: Aug 5, 2016, 09:22 PM IST
ইঞ্জিনিয়ারিং স্নাতকদের জন্য সুখবর, কর্মী নিয়োগ করবে এয়ার ইন্ডিয়া

ওয়েব ডেস্ক : সদ্য ইঞ্জিনিয়রিং যাঁরা পাশ করছেন, আর যাঁরা চাকরির সন্ধানে, তাঁদের জন্য সুখবর। মোট ২৮০টি শূন্যপদে কর্মী নিয়োগ করবে এয়ার ইন্ডিয়া। আসুন দেখে নেওয়া যাক, সেই নিয়োগ সংক্রান্ত প্রাথমিক কিছু তথ্য।

১) এই পদের জন্য বেতনক্রম ২৫ হাজার টাকা।

২) অনলাইনে আবেদন শুরু ৮ অগাস্ট থেকে। আবেদন করার শেষ দিন ১৫ সেপ্টেম্বর। যাঁরা অনলাইনে আবেদন করবেন না, তাঁদের জন্য সময়সীমা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

৩) গ্র্যাজুয়েট ট্রেনি ইঞ্জিনিয়র পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা BE কিংবা B.Tech।

৪) এই পদের জন্য ২৮ বছরের কমবয়সীরাই আবেদন করতে পারবেন।

৫) আবেদন করতে খরচ  ২ হাজার টাকা। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মাধ্যমে টাকা জমা দিতে হবে।

৬) এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী কর্মী নিয়োগ করা হবে। ২০১৬ সালের ১৫ নভেম্বরের মধ্যে বাছাই করা প্রার্থীদের নাম এয়ার ইন্ডিয়ার ওয়েবসাইটে প্রকাশ করা হবে। চূড়ান্ত বাছাইয়ের আগে প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে।

বিশদে জানতে লগ ইন করুন এয়ার ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট,  www.airindia.in-এ। সেখানেই পেয়ে যাবেন আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য।

.