এবার মানুষের শরীর থেকে নির্গত তাপ গুগল গ্লাসে বিদ্যুৎ যোগাবে
একটা হালকা পুঁচকি জেনেরেটর যদি আপনার শরীরের তাপ থেকেই বিদ্যুৎ উৎপন্ন করে তার লাগাতার যোগান দিতে পারে আপনার গুগল গ্লাস বা স্মার্ট ঘড়িকে, বলুনতো তবে কেমন হত? অবাস্তব মনে হচ্ছে? শুনে মনে হচ্ছে কষ্ট কল্পনা? এবার সেই অসম্ভবকেই সম্ভব করার পথ বাতলালেন এক দল গবেষক।
একটা হালকা পুঁচকি জেনেরেটর যদি আপনার শরীরের তাপ থেকেই বিদ্যুৎ উৎপন্ন করে তার লাগাতার যোগান দিতে পারে আপনার গুগল গ্লাস বা স্মার্ট ঘড়িকে, বলুনতো তবে কেমন হত? অবাস্তব মনে হচ্ছে? শুনে মনে হচ্ছে কষ্ট কল্পনা? এবার সেই অসম্ভবকেই সম্ভব করার পথ বাতলালেন এক দল গবেষক।
ওই গবেষক দল এমন একটা হালকা, ছোট্ট গ্লাস ফ্যাবরিকের থার্মোইলেক্ট্রিক জেনেরেটর তৈরি করে ফেলেছেন যা মানুষের শরীরের তাপ থেকে তৈরি করে ফেলতে পারে বিদ্যুৎ।
এটি এতই নমনীয় যে ইচ্ছামত এটিকে বেঁকিয়ে জেনেরেটরটির ব্যাসার্ধ ২০ মিমি করে ফেলা যায়। উপর-নীচে ১২০ বার বাঁকালেও জেনেরেটরটির কার্য ক্ষমতা বিন্দুমাত্র কমে না। জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার `কোরিয়া অ্যাডভান্সড ইন্সটিটিউত অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি` -এর বিজ্ঞানী বুং জিন চো।
এই জেনেরেটরটি সর্বনিম্ন তাপশক্তির বিনিময়ে সর্বোচ্চ ক্ষমতার যোগান দিতে সক্ষম।
এই জেনেরেটরটি অটোমোবাইল, এয়ারক্র্যাফট, জাহাজ তৈরির কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে জানিয়েছেন বৈজ্ঞানিকরা।