ধনতেরাসে সোনা কেনার ঢল, উত্‍সবের মেজাজে বাঙালি

Updated By: Oct 21, 2014, 09:44 AM IST
ধনতেরাসে সোনা কেনার ঢল, উত্‍সবের মেজাজে বাঙালি

নিছক পছন্দে সোনা কেনা নয়। বছরের এই সময়টা অনেকেই সোনা কেনেন নিয়ম মেনেই। নব্বইয়ের দশকে যে উত্‍সব ছিল অবাঙালিদের, আজ সেই ধনতেরাস বাঙালির পার্বন। ঘরে ঘরে এখন সোনা মজুত করার পালা। গয়না দেখলে মন গলবে না এমন নারী কি আছেন। হালকা হোক বা ভারি, সেলিব্রেটি হোন বা গিন্নিরা সোনার গয়না সব সময় সবার পছন্দের শীর্ষ তালিকায়।

একসময় বাঙালিদের ধনতেরাসে অংশ নিতে তেমন দেখা যেত না। কিন্তু গত দু'দশকে ছবিটা বদলেছে। বাঙালিরাও এখন ধনতেরাস উপলক্ষে সোনা কিনছেন। এই সোনাপ্রীতির কথা মাথায় রেখে এই ধনতেরাস উপলক্ষে সোনার দোকানগুলি দিচ্ছে নানা সুযোগ আর অনেক উপহার।

কালীপুজোর দু'দিন আগে ধনতেরাসের দিন থেকেই তাই উত্‍সবের মেজাজে আমবাঙালি।
 

.