প্রেম নয়, সম্বন্ধ বিয়েই পছন্দ ভারতীয়দের
রাজপুত্র প্রেমে পড়ে রাজকন্যাকে বাড়ির চোখরাঙানি এড়িয়ে উঠিয়ে নিয়ে এসে বিয়ে করেছে। ভারতের রূপকথা ঘাঁটলে এ কাহিনি পাওয়া যাবে প্রচুর। শুধু রূপকথা কেন, পুরাণের দেবদেবী থেকে ইতিহাসের পাতার মুঘল সম্রাট, ভারতীয় প্রেম কাহিনি বরাবরই রোমাঞ্চকর। এমনকী, চলচ্চিত্রের বিষয় হিসেবেও ভারতে প্রথম স্থানে থাকে প্রেম। সাহিত্যে, সিনেমায় প্রেম পরিণতি না পেলে চোখের জল বোধহয় সবথেকে বেশি ফেলে ভারতীয়রাই। কিন্তু বাস্তবে কিন্তু প্রেমের পরিণতি নিয়ে মোটেই চিন্তিত নয় তাঁরা। এখনও প্রেমঘটিত বিয়ের থেকে সম্বন্ধ করে বিয়েই বেশি পছন্দ তাঁদের।
রাজপুত্র প্রেমে পড়ে রাজকন্যাকে বাড়ির চোখরাঙানি এড়িয়ে উঠিয়ে নিয়ে এসে বিয়ে করেছে। ভারতের রূপকথা ঘাঁটলে এ কাহিনি পাওয়া যাবে প্রচুর। শুধু রূপকথা কেন, পুরাণের দেবদেবী থেকে ইতিহাসের পাতার মুঘল সম্রাট, ভারতীয় প্রেম কাহিনি বরাবরই রোমাঞ্চকর। এমনকী, চলচ্চিত্রের বিষয় হিসেবেও ভারতে প্রথম স্থানে থাকে প্রেম। সাহিত্যে, সিনেমায় প্রেম পরিণতি না পেলে চোখের জল বোধহয় সবথেকে বেশি ফেলে ভারতীয়রাই। কিন্তু বাস্তবে কিন্তু প্রেমের পরিণতি নিয়ে মোটেই চিন্তিত নয় তাঁরা। এখনও প্রেমঘটিত বিয়ের থেকে সম্বন্ধ করে বিয়েই বেশি পছন্দ তাঁদের।
সমীক্ষা বলছে, দেশের ৬০% বিয়েই হয় সম্বন্ধ করে। দেশের মেট্রো শহরগুলোর ৬০০ জন দম্পতির মধ্যে সমীক্ষা চালিয়েছিল অনলাই ম্যাচমেকিং সার্ভিস ট্রুলি ম্যাডলি.কম। ফলাফল অনুযায়ী, ভারতের ৬৯ শতাংশ বিয়ে হয় সম্বন্ধ করে। বাকি ৩১ শতাংশ বিয়ে প্রেমঘটিত। ট্রুলি ম্যাডলি.কম-এর সহপ্রতিষ্ঠাতা রাহুল কুমার জানিয়েছেন, "ঐতিহাসিকভাবে ভারতে এখনও বাবা, মায়েদের পছন্দেই বিয়ে হয়। সারা দেশের সব জায়গাতেই সম্বন্ধ করে বিয়ের সংখ্যাই বেশি।"
তবে এখনও সম্বন্ধ করে বিয়ের সংখ্যা বেশি হলেও নতুন প্রজন্ম যে বাবা, মায়ের পছন্দের থেকে নিজেদের পছন্দকে গুরুত্ব দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে সে কথাও স্বীকার করে নেন রাহুল।