জলের নিচে ভারতের প্রথম রেস্টুরেন্ট দেখুন, সঙ্গে বিশ্বের সেরা ৫ রেস্টুরেন্ট

ভারতে প্রথম জলের নিচে রেস্টুরেন্ট তৈরি হল। প্রথম জলের নিচের রেস্টুরেন্টটা খুলল, আমেদাবাদে। মালিক ভারত ভাট। মাটির থেকে ২০ ফুট নিচে তৈরি হয়েছে এই রেস্টুরেন্টটা। এই রেস্টুরেন্টে বসার জায়গা রয়েছে ৩২ টি। নিরামিশ খাবার ছাড়াও এখানে পাওয়া যাবে, চাইনিজ, থাই, পাঞ্জাব এবং মেক্সিকোর খাবার।

Updated By: Feb 2, 2016, 04:10 PM IST
জলের নিচে ভারতের প্রথম রেস্টুরেন্ট দেখুন, সঙ্গে বিশ্বের সেরা ৫ রেস্টুরেন্ট

ওয়েব ডেস্ক: ভারতে প্রথম জলের নিচে রেস্টুরেন্ট তৈরি হল। প্রথম জলের নিচের রেস্টুরেন্টটা খুলল, আমেদাবাদে। মালিক ভারত ভাট। মাটির থেকে ২০ ফুট নিচে তৈরি হয়েছে এই রেস্টুরেন্টটা। এই রেস্টুরেন্টে বসার জায়গা রয়েছে ৩২ টি। নিরামিশ খাবার ছাড়াও এখানে পাওয়া যাবে, চাইনিজ, থাই, পাঞ্জাব এবং মেক্সিকোর খাবার।
রেস্টুরেন্টের চারপাশে রয়েছে প্রায় দেড় লাখ লিটার জল। পাশে ঘুরছে প্রায় ৪ হাজার রঙ-বেরঙের মাছ। ইতিমধ্যে দেড়শো বুকিং হয়ে গিয়েছে ওই রেস্টুরেন্টে বসার জন্য। তাও শুধুমাত্র অনলাইনে। আপনিও খেতে চাইলে যেতে পারেন। অবশ্য ভারতের প্রথম জলের নিচের রেস্টুরেন্ট তো দেখে নিলেন। তাহলে বিদেশেরও কিছু তাক লাগানো রেস্টুরেন্ট দেখে নিন। এগুলো সবই জলের তলায়।

.