রঙের উৎসবে আজ মাতল গোটা দেশ

হোলি। ফাগে রঙিন গোটা দেশ। টিনসেল টাউনের সুপারস্টার থেকে ব্যস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব। আম জনতা থেকে বিদেশি পর্যটক। প্রত্যেকেই গা ভাসালেন রঙের উত্‍সবে।

Updated By: Mar 6, 2015, 09:54 PM IST
রঙের উৎসবে আজ মাতল গোটা দেশ

ব্যুরো: হোলি। ফাগে রঙিন গোটা দেশ। টিনসেল টাউনের সুপারস্টার থেকে ব্যস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব। আম জনতা থেকে বিদেশি পর্যটক। প্রত্যেকেই গা ভাসালেন রঙের উত্‍সবে।

শুধুই গেরুয়া নয়। এই একটা দিন হলুদ, সবুজ, গোলাপি,লাল সব মিলে মিশে এক।

হোলির দিন সকাল থেকেই যাবতীয় ব্যস্ততা দূরে সরিয়ে গেরুয়া শিবির মেতে উঠল আবির খেলায়।
 
এদিন পরিবারের সঙ্গে চুটিয়ে হোলি খেললেন রামবিলাস পাসওয়ান। হোলির শুভেচ্ছা জানাতে তাঁর বাড়িতে ভিড় জমান পার্টির কর্মী,সমর্থক ও পড়শিরা। মধ্যপ্রদেশের মুখ্যন্ত্রী শিবরাজ সিং চৌহান হারমোনিয়াম বাজিয়ে গান গেয়ে জমিয়ে দিলেন আসর।

নেতা মন্ত্রীদের মতই হোলির আনন্দে মাতোয়ারা সাধারণ মানুষও। সকাল থেকেই রঙ, আবির, পিচকিরি হাতে রাস্তায় নেমে পড়েন তাঁরা। রঙে,আবিরে রাঙিয়ে দেন একে অপরকে। উত্‍সবে গা ভাসান বিদেশি পর্যটকরাও।

মথুরা-বৃন্দাবনে সকাল থেকেই শুরু হয় পুজোপাঠ। মথুরার বাঁকে বিহারি মন্দিরে ঢল নামে ভক্তদের। ফাগে রঙিন হয়ে ওঠে ব্রজভূমি।

 

.