ফেসবুক ব্যবহারের অপরাধে ২০ বছরের জেল হল
সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকে ব্যবহার করার অপরাধে ২০ বছরের জেল হল ইরানের তিন ব্যক্তির। সঙ্গে আরও ৫ জনকে ফেসবুক ব্যবহার করায় ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এই আট ব্যক্তির বিরুদ্ধে চার্জশিটে লেখা হয়েছে দেশের আইন অমান্য করে তাঁরা ফেসবুক ব্যবহার করেছেন।
সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকে ব্যবহার করার অপরাধে ২০ বছরের জেল হল ইরানের তিন ব্যক্তির। সঙ্গে আরও ৫ জনকে ফেসবুক ব্যবহার করায় ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এই আট ব্যক্তির বিরুদ্ধে চার্জশিটে লেখা হয়েছে দেশের আইন অমান্য করে তাঁরা ফেসবুক ব্যবহার করেছেন।
ধর্ম বিরোধী ও অনৈতিকতার জন্য ইরানে ফেসবুক সহ প্রায় সব সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ব্যবহার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু তা বলে জেল, তাও ২০ বছরের এমন শাস্তি এই প্রথম। যে আট জনকে ২০ বছরের জেলের শাস্তি দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে তিনজন মাত্র দিন সাতেক আগে অ্যাকাউন্ট খুলেছিলেন। এক অভিযুক্ত তো দাবি করেন তিনি জানতেনই না ফেসবুক জিনিসটা ঠিক কী। সাজাপ্রাপ্তদের মধ্যে ইরানে জন্মানো রোয়া সবেরিনেজাদ নামে এক ব্রিটিশ বংশোদ্ভূত মহিলাও রয়েছেন। ইনিও ২০ বছরের কারাদণ্ডে দণ্ডিত।
ইরানে অনেক আগেই ফেসবুক নিষিদ্ধ ঘোষিত হয়েছে। তবে, অনেকেই প্রযুক্তির সাহায্য নিয়ে চুপিচুপি আজও ফেসবুক করেন। তবে এ ঘটনা থেকে একটা কথা পরিষ্কার, ফেসবুক প্রোফাইল থাকা ও দেশে এত বড় অপরাধ, যে সন্ত্রাসবাদী বা ধর্ষণকারীদের সঙ্গে `ফেসবুককারী`দের কোনও তফাতই নেই!