Jaya Ekadashi 2023: ১ ফেব্রুয়ারি অতি পুণ্য একাদশী! জেনে নিন এ তিথির শুভ সময়, কী কী অবশ্য করণীয়, বিশেষ তাৎপর্য...

Jaya Ekadashi 2023: এই একাদশী অতি পবিত্র তিথি হিসেবে স্বীকৃত। হিন্দু ধর্ম-আচরণে এর তাৎপর্য গভীর। সব ধরনের উপবাসের মধ্যে একাদশীর উপবাস এমনিতেই খুব পবিত্র। প্রতি বছরে মাঘ মাসের শুক্লপক্ষে তিথিটি পড়ে।

Edited By: সৌমিত্র সেন | Updated By: Jan 31, 2023, 03:48 PM IST
Jaya Ekadashi 2023: ১ ফেব্রুয়ারি অতি পুণ্য একাদশী! জেনে নিন এ তিথির শুভ সময়, কী কী অবশ্য করণীয়, বিশেষ তাৎপর্য...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এই একাদশী অতি পবিত্র একাদশী হিসেবে স্বীকৃত। হিন্দু ধর্ম-আচরণে এর তাৎপর্য খুব গভীর। সব ধরনের উপবাসের মধ্যে একাদশীর উপবাস এমনিতেই খুব পবিত্র। প্রতি বছরে মাঘ মাসের শুক্লপক্ষে এই তিথিটি পড়ে। প্রায় সমস্ত হিন্দু এই একাদশী পালন করে থাকেন। 

আরও পড়ুন: Horoscope Today: খুশি কন্যা, হতাশ বৃষ; কেমন কাটবে আজকের দিন?

এই একাদশীটি বিষ্ণুর প্রতি নিবেদিত। তবে এদিন শিবের পুজোর বিধিও রয়েছে। এই একাদশীটির অন্য নামও রয়েছে। এই একাদশীটিকে 'ভৌমী একাদশী' বা 'ভীষ্ম একাদশী'নামেও ডাকা হয়। পশ্চিমবঙ্গ ছাড়াও কর্নাটক অন্ধ্রপ্রদেশে এই একাদশীটি পালিত হয়। মোটামুটি সারা ভারতেই দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হয়। 

কবে এবং কখন এই একাদশী ? 

আরও পড়ুন: Khappar Yoga: ৩০ বছর পরে অমাবস্যায় তৈরি হচ্ছে অভূতপূর্ব এই 'খপ্পর যোগ'! অর্থপ্রাপ্তি এই কয়েকটি রাশির...

আগামীকাল, মঙ্গলবার এই জয়া একাদশী  বা ভৌমী একাদশী বা ভীষ্ম একাদশী পালিত হবে। এই পুণ্যতিথি শুরু হয়ে যাচ্ছে আজই, মানে, ৩১ জানুয়ারিতেই। এদিন রাত ১১টা ৫৩ মিনিটে এই তিথি পড়ছে। তিথিটি থাকছে পরদিন বুধবার ১ ফেব্রুয়ারি দুপুর ২টো ১ মিনিট পর্যন্ত। 

কখন উপবাসভঙ্গ?

১ ফেব্রুয়ারি সকাল ৭টা ১০ মিনিট থেকে ব্রতের পারণ শুরু করা যাবে। যা চলবে ৯টা ২০ মিনিট পর্যন্ত। 

কী এই একাদশীর বিশেষ তাৎপর্য?

বিশ্বাস, মহাপাপ থেকে ব্রতধারীকে মুক্ত করে এই একাদশী। এই একাদশীতে বিষ্ণুর পূজাই বিধেয়। তবে শিবের পুজোও কেউ কেউ করে থাকেন। যেসব ভক্ত মুক্তি-আকাঙ্ক্ষা করেন তাঁদের পক্ষে এই একাদশী পালন অবশ্য কর্তব্য। কেননা, যথাযথ ভাবে এই একাদশীটি পালন করলে মুক্তি মেলে বলে ভক্তের বিশ্বাস। 

কী কী করতে হয় এই একাদশীতে? 

ভোরে উঠে স্নান করতে হয়

তারপর পুজোর স্থানে গঙ্গাজল ছিটিয়ে নিতে হয়

এবার আপনার পুজোর স্থানে সংশ্লিষ্ট দেবতার বিগ্রহ বা ছবি স্থাপন করুন

ছবি স্থাপনের সময় বিষ্ণুমন্ত্র ও নারায়ণস্তোত্র উচ্চারণ করাই বিধি

ছবি স্থাপনের পরে দেবতাকে ফুলতুলসী নিবেদন করুন 

সঙ্গে নৈবেদ্য দিন, ধূপদীপ জ্বেলে দিন। এই সময়েও ফের একবার মন্ত্রোচ্চারণ করুন

একাদশী তিথি কেটে গেলে দ্বাদশীর দিনে সম্ভব হলে ব্রাহ্মণভোজন করান। 

তারপর নিজের ব্রত ও উপবাস ভঙ্গ করুন। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.