জেনে নিন ধনতেরসের দিন, ক্ষণ, নির্ঘণ্ট
দেখে নেওয়া যাক ধনতেরসের দিন, ক্ষণ, লগ্ন...
নিজস্ব প্রতিবেদন: দীপাবলি উপলক্ষে জোর কদমে চলছে কেনাকাটা। তার আগেই অবশ্য দেশের বিভিন্ন প্রান্তে পালিত হবে ধনতেরস। ২০১৯ সালে ২৫ অক্টোবর পালিত হবে ধনতেরস। পরিবার ও অর্থনৈতিক শ্রীবৃদ্ধির কামনায় একাধিক ধাতুর জিনিস কেনার চল রয়েছে এই দিনে।
ধনতেরসের আর এক নাম ধনাত্রয়োদশী বা ধনবত্রী ত্রয়োদশী। শাস্ত্র মতে দেবী লক্ষ্মীর পাশাপাশি সম্পদের দেবতা কুবেরও এ দিন পূজিত হন। ধনতেরাসের পরের দিনটি পালিত হয় ভূত চতুর্দশী। আসুন এ বার দেখে নেওয়া যাক ধনতেরসের দিন, ক্ষণ, লগ্ন...
২৫ অক্টোবর সন্ধ্যে ৭:০৮ মিনিট থেকে পরের দিন দুপুর ৩:৪৭ মিনিট পর্যন্ত থাকবে ধনতেরসের তিথি।
ধনাত্রয়োদশীর প্রদোষকাল: ২৫ অক্টোবর, ত্রয়োদশী বিকেল ৫:৪২ মিনিট থেকে সন্ধ্যা ৮:১৫ মিনিট পর্যন্ত। শাস্ত্র মতে, এই সময়ের মধ্যেই সোনা বা অন্যান্য ধাতু কেনা শুভ। মূলত অবাঙালিদের মধ্যে এই রীতি পালনের প্রচলন থাকলেও বর্তমানে বাঙালিদের মধ্যেও ছড়িয়ে পড়েছে ধনতেরস পালনের হিড়িক।