জেনে নিন রাসপূর্ণিমার দিন, ক্ষণ, নির্ঘণ্ট

জেনে নেওয়া যাক বিশুদ্ধ সিদ্ধান্ত এবং গুপ্তপ্রেস পঞ্জিকা মতে ২০১৯ সালের (১৪২৬ সন) রাসপূর্ণিমার নির্ঘণ্ট ও সময়সূচি...

Updated By: Nov 11, 2019, 09:45 AM IST
জেনে নিন রাসপূর্ণিমার দিন, ক্ষণ, নির্ঘণ্ট

আজ, সোমবার রাসপূর্ণিমা। কার্তিক মাসের পূর্ণিমাই হল রাসপূর্ণিমা। তাই এর আরেক নাম হল কার্তিক পূর্ণিমা।

রাস শব্দের অর্থ ধ্বনি, শব্দ, বাক্য, কোলাহল, বিলাস, ক্রীড়া এবং অনেকের সঙ্গে একসঙ্গে আনন্দঘন নৃত্যবিশেষ। শ্রীকৃষ্ণের জীবনী প্রধানত শ্রীমদ্ভাগবত মহাপুরাণেই বর্ণিত রয়েছে। শ্রীমদ্ভাগবতের একটি বিশেষ অংশ হল রাসলীলা। শ্রীমদ্ভাগবতের বর্ণনা এবং প্রচলিত বিশ্বাস অনুসারে, এই দিনেই বৃন্দাবনে গোপিনীদের সঙ্গে নিয়ে শ্রীরাধার সঙ্গে রাস উৎসবে মেতেছিলেন শ্রীকৃষ্ণ।

এ বার জেনে নেওয়া যাক বিশুদ্ধ সিদ্ধান্ত এবং গুপ্তপ্রেস পঞ্জিকা মতে ২০১৯ সালের (১৪২৬ সন) রাসপূর্ণিমার নির্ঘণ্ট ও সময়সূচি:—

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে:

পূর্ণিমা আরম্ভ ও পূর্ণিমার নিশিপালন: ১১ নভেম্বর, ২০১৯ (২৪ কার্তিক ১৪২৬) সোমবার সন্ধ্যা ৬টা ০২ মিনিট থেকে ১২ নভেম্বর, ২০১৯ (২৫ কার্তিক ১৪২৬) মঙ্গলবার রাত্রি ঘ ৭টা ০৪ মিনিট পর্যন্ত।

পূর্ণিমার উপবাস: ১২ নভেম্বর, ২০১৯ (২৫ কার্তিক ১৪২৬) মঙ্গলবার রাত্রি ঘ ৭টা ০৪ মিনিট পর্যন্ত।

বিশেষ দ্রষ্টব্য: গোস্বামী মতে শ্রীশ্রীকৃষ্ণের রাসযাত্রা ১২ নভেম্বর, ২০১৯ (২৫ কার্তিক, ১৪২৬) মঙ্গলবার।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে:

পূর্ণিমা আরম্ভ ও পূর্ণিমার নিশিপালন: ১১ নভেম্বর, ২০১৯ (২৪ কার্তিক ১৪২৬) সোমবার বিকাল ৫টা ৪৭ মিনিট থেকে ১২ নভেম্বর, ২০১৯ (২৫ কার্তিক ১৪২৬) মঙ্গলবার রাত্রি ঘ ৬টা ৫৭ মিনিট পর্যন্ত।

নবদ্বীপে ভাঙা রাস, দেবদেবীর প্রতিমা বিসর্জন, শোভাযাত্রা:

১৩ নভেম্বর, ২০১৯ (২৬ কার্তিক, ১৪২৬) বুধবার।

.