সমুদ্র তটে ছড়িয়ে হাজার হাজার বরফের ফুটবল! ভাইরাল সেই রহস্যময় ছবি

ভূতত্ত্ব বিশেষজ্ঞরা জানান, এমন গোলাকার বরফের পিণ্ড তৈরি হওয়াটা খুবই বিরল ঘটনা। বহু বছর পর পর এমনটা হয়।

Updated By: Nov 10, 2019, 08:56 PM IST
সমুদ্র তটে ছড়িয়ে হাজার হাজার বরফের ফুটবল! ভাইরাল সেই রহস্যময় ছবি

নিজস্ব প্রতিবেদন: ফুটবলের মতো বড় বড় গোলাকার বরফের পিণ্ড বা গোলক। একটা, দু’টো নয়, অন্তত হাজার খানেক। সারে সারে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে সমুদ্র সৈকতে। বলিউড বা হলিউডের কোনও কল্পবিজ্ঞান ভিত্তিক ছবির জন্য বানানো সেট নয়, বাস্তবেই এমন অদ্ভুত দৃশ্য ধরা পড়েছে ফিনল্যান্ডের হাইলুয়তো দ্বীপের সমুদ্র উপকূলে।

ফিনল্যান্ডের হাইলুয়তো দ্বীপের উপকূলে বোথনিয়া উপসাগরের তীরে এমন ভাবেই সারে সারে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গিয়েছে হাজার হাজার ছোট-বড় গোলাকার বরফের পিণ্ড বা গোলক। বোথনিয়া উপসাগরের তটে প্রায় ৩০ মিটার এলাকা জুড়ে এই গোলাকার বরফের পিণ্ড ছড়িয়ে থাকতে দেখেন চিত্রগ্রাহক রিস্তো মাত্তিলা। এমন অদ্ভুত দৃশ্য দেখা মাত্রই তা ক্যামেরা-বন্দি করেন মাত্তিলা। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্টও করেন সেই ছবি। আর পোস্ট হতেই সেই ছবি দ্রুত ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Risto Mattila (@rismatti) on

আরও পড়ুন: মোবাইল ক্যামেরায় ধরা পড়ল মানুষের কঙ্কালসার মুখের মতো দেখতে মাছ! দেখুন ভিডিয়ো

মাত্তিলা জানান, স্ত্রীকে নিয়ে সমুদ্র তটে ঘুরতে এসে এই দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে যান তিনি। প্রায় ২৫ বছর ফিনল্যান্ডে থাকা সত্ত্বেও এমন দৃশ্য এর আগে কখনও চোখে পড়েনি তাঁর। এই ঘটনা প্রসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয়েস স্টেট ইউনিভার্সিটি-এর ভূতত্ত্ব বিশেষজ্ঞ ডঃ জেমস কার্টার জানান, এমন গোলাকার বরফের পিণ্ড তৈরি হওয়াটা খুবই বিরল ঘটনা। বহু বছর পর পর এমনটা হয়। তবে নভেম্বর-ডিসেম্বরেই এই ভাবে বরফ জমাট বেঁধে গোলাকার পিণ্ড বা গোলকের আকার নেয়।

.