আপনার LIC পলিসিতে এখনও PAN সংযুক্ত করেননি? আজই করে নিন, না হলে সমস্যা হবে

বিমাকারীদের স্বার্থেই জীবনবিমা নিগম বিজ্ঞপ্তি জারি করেছে।

Updated By: Dec 1, 2021, 04:06 PM IST
আপনার LIC পলিসিতে এখনও PAN সংযুক্ত করেননি? আজই করে নিন, না হলে সমস্যা হবে

নিজস্ব প্রতিবেদন: কোম্পানির আইপিও সাবস্ক্রিপশনের বিষয়ে ভারতীয় জীবন বিমা নিগম তাদের পলিসি হোল্ডারদের উদ্দেশ্যে একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

কিন্তু সবার আগে পলিসি হোল্ডারদের উচিত হবে তাঁদের প্যান তাঁদের পলিসিগুলিতে সংযুক্ত করে ফেলা। ডিম্যাট অ্যাকাউন্টের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। তাই আগামি দিনে সব ধরনের এলআইসি-সংক্রান্ত  পরিষেবা যথাযথ পাওয়ার লক্ষ্যে সমস্ত বিমাকারীদের এলআইসি কর্তৃপক্ষ সবার আগে প্যান-সংযুক্তিকরণের পরামর্শ দিচ্ছে।  

কী ভাবে নিজেই করে নিতে পারবেন কাজটি? 

এই ভাবে আপনি অনলাইনে আপনার এলআইসি পলিসিতে প্যান সংযুক্ত করতে পারেন:

এলআইসি-র ওয়েবসাইটে ঢুকুন: www.licindia.in বা https://licindia.in/Home/Online-PAN-Registration

প্যান আপডেট করতে গেলে আপনার পলিসি নাম্বার, প্যান, ডেট অফ বার্থ এবং ই-মেল আইডি হাতের কাছে রাখুন

এবার আপনার এলআইসি পলিসির সমস্ত তথ্য আপডেট করে নিতে পারেন

আর আপনার পলিসিতে ইতিমধ্যেই প্যান রেজিস্টার্ড আছে কিনা সেটা পরীক্ষা করে দেখে নিতে পারেন এখানে ঢুকে--
website www.licindia.in বা https://linkpan.licindia.in/UIDSeedingWebApp/getPolicyPANSt

(তবে নিজে এসব না করে আপনি আপনার পলিসি এজেন্টের সঙ্গেও এজন্য যোগাযোগ করতে পারেন।)

আরও পড়ুন: Bank Holidays: ডিসেম্বরে ১৬ দিন ব্যাঙ্ক বন্ধ! জেনে নিন কোন কোন দিন

.