'পৃথিবীর দ্রুততম গেমিং মাউস' এবার আপনার হাতের মুঠোয়

গত সপ্তাহে লজিটেক প্রকাশ করল পৃথিবীর দ্রুততম গেমিং মাউস। জি ৪০২ হাইপারসন ফারি নামক ফ্যান্টাসি মাউসের রয়েছে একের বেশি সেনসর। আপনার হাতের মুঠোয় থাকা মাউসের গতি সেকেন্ডে পাঁচশো ইঞ্চি হতে পারে।

Updated By: Aug 4, 2014, 01:15 PM IST
'পৃথিবীর দ্রুততম গেমিং মাউস' এবার আপনার হাতের মুঠোয়

ওয়েব ডেস্ক: গত সপ্তাহে লজিটেক প্রকাশ করল পৃথিবীর দ্রুততম গেমিং মাউস। জি ৪০২ হাইপারসন ফারি নামক ফ্যান্টাসি মাউসের রয়েছে একের বেশি সেনসর। আপনার হাতের মুঠোয় থাকা মাউসের গতি সেকেন্ডে পাঁচশো ইঞ্চি হতে পারে। ফার্স্ট পার্সন শ্যুটার (FPS) গেমর জন্য এই মাউস আপনাকে আরও বেশি ধূর্ত করে তুলবে। অগাস্টেই বাজারে মিলবে ৬০ ডলার দামে।

অনেকে  ফার্স্ট পার্সন শ্যুটার গেম খেলার জন্য সিপিআই মাউস (counts-per-inch) ব্যবহার করে থাকে। এই মাউস ডেস্কে সেকেন্ডে অনেক কম ইঞ্চি জায়গা অতিক্রম করে কিন্তু জি ৪০২ সেকেন্ডে কমপক্ষে  তিনশো ইঞ্চি গতি থাকে। অপটিক্যাল সেনসর, অ্যাকসেলেরোমিটার ও জাইরোস্কোপ মিলে লজিটেক তৈরি করেছে ৩২ বিট ARM প্রসেসর যুক্ত "ফিউসন ইঞ্জিন"।

Specifications:

Technical Specifications

** Fusion Engine hybrid senor
** 8 programmable buttons
** On-the-fly DPI Switching
** 32-bit ARM processor
** 1 millisecond report
** High-speed clicking
** Full-speed USB
Tracking
** Resolution: 240-4000 dpi
** Max. acceleration: >16G*
** Max. speed: >500 ips*
Responsiveness
** USB data format: 16 bits/axis
** USB report rate: 1000 Hz (1ms)

** Microprocessor: 32-bit

Physical specifications
** Weight: 144 grams (mouse plus cable)
** Weight: 108 grams (mouse without cable)
** Length: 136mm
** Width: 72mm
** Height: 41mm

** Cable: 7ft

 

.