Lord Shiva: কেন প্রতি সোমবারই মহাদেবের পুজোর রীতি, জানেন?

দক্ষ তাঁর জামাই চন্দ্রকে বোঝালেন, চন্দ্র যেন দক্ষের বাকি কন্যাদের প্রতি অবিচার না করেন! কিন্তু কে কার কথা শোনে! তখন ক্রুদ্ধ দক্ষ চন্দ্রকে অভিশাপ দিলেন। সেই অভিশাপের জেরে দিন দিন চন্দ্রের জ্য়োতি কমতে লাগল।

Updated By: May 2, 2022, 11:48 AM IST
Lord Shiva: কেন প্রতি সোমবারই মহাদেবের পুজোর রীতি, জানেন?

নিজস্ব প্রতিবেদন: কেন সোমবার শিবের পুজোর রীতি? এ নিয়ে অনেকেরই কৌতূহল আছে। এর পিছনে রয়েছে পুরাণের এক দারুণ গল্প।

কথিত আছে, চন্দ্রদেবতা রাজা দক্ষের ২৭ পালিত কন্যাকেই বিয়ে করে নিয়েছিলেন। এই ২৭ জন কন্যা আকাশে ২৭ নক্ষত্রের প্রতিনিধিস্বরূপ ছিলেন। যাইহোক, এই ২৭ জনকে বিয়ে করলেও চন্দ্র কিন্তু তাঁদের মধ্যে রোহিণীর প্রতিই বেশি আকৃষ্ট ও আসক্ত ছিলেন। বাকি বোনেরা এ নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ ছিলেন। তাঁরা এমনকী বিষয়টি নিয়ে পিতা দক্ষের কাছে অনুযোগও জানালেন। দক্ষও তাঁর জামাই চন্দ্রকে অনেক বোঝালেন, চন্দ্র যেন তাঁর (দক্ষের) বাকি কন্যাদের প্রতি অবিচার না করেন! 

কিন্তু কে কার কথা শোনে! তখন ক্রুদ্ধ দক্ষ চন্দ্রকে অভিশাপ দিলেন। সেই অভিশাপের জেরে দিন দিন চন্দ্রের জ্য়োতি কমতে লাগল। হতে লাগল ক্ষয়। তখন চন্দ্র ভয় পেয়ে ব্রহ্মার কাছে গেলেন এবং পরে তাঁর পরামর্শে শিবের কাছে। শিব দক্ষের অভিশাপ রোধ করতে পারলেন না, তবে তিনি চন্দ্রকে আশীর্বাদ করে বললেন, ক্ষয়ের পরেও চন্দ্র তাঁর হৃত শরীর পুনরায় ফিরে পাবেন। সেই থেকেই ক্ষয়ে-যাওয়া চাঁদ শোভা পাচ্ছে শিবের মাথায়।

আর, সোমবার, মানে এই চন্দ্রের বারে শিবপুজো করলে সংশ্লিষ্ট ব্যক্তির জন্মকুণ্ডলীতে যদি চন্দ্র-দোষ কিছু থেকে থাকে, তবে তা দূরীভূত হয়। তাই প্রতি সোমবার শিবের পুজোর রীতি। 

আরও পড়ুন: Akshay Tritiya 2022: যা কিনবেন সেটাই অক্ষয় থাকবে! জানেন, কী কী কেনা যায় অক্ষয় তৃতীয়ায়?  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.