Maha Shivratri: কোন মন্ত্রে করবেন শিবপূজা? জেনে নিন শিবপূজার বিধি
চন্দনচর্চিত পুষ্প ও বেলপাতা নিয়ে এই মন্ত্রে অঞ্জলি দিতে হয়।
নিজস্ব প্রতিবেদন: আগামি কাল দেশ জুড়ে পালিত হতে চলেছে মহাশিবরাত্রি উৎসব। মহা সমারোহে এদিন দিকে দিকে শিবের পুজো করা হয়।
শিব একটু গঙ্গাজল আর বেলপাতাতেই তুষ্ট হন। নানা দেবতার পূজাবিধি নানারকম-- জটিল, বিচিত্র, দীর্ঘ। কিন্তু শিবপুজো বরাবরের জন্য সহজ-সরল। শিবরাত্রির রাত্রে চার প্রহর জুড়ে শিবপুজোর বিধি। চার প্রহরের চাররকম মন্ত্রও রয়েছে। সেই মন্ত্র দিয়েই পুজোর বিধি।
শাস্ত্রবিশেষজ্ঞেরা বলে থাকেন-- প্রথম প্রহরের মন্ত্র হল--'হৃীং ঈশানায় নমঃ'। এই মন্ত্র জপের সঙ্গে সঙ্গে দুধ সহযোগে মহাদেবের অভিষেক করা বিধি। এরপর দ্বিতীয় প্রহরের মন্ত্র। সেটি হল--'হৃীং অঘোরায় মন্ত্র'। এই মন্ত্র জপ করে দই দিয়ে মহেশ্বরের অভিষেকের রীতি। তৃতীয় প্রহরের মন্ত্র হল--'হৃীং বামদেবায় নমঃ' মন্ত্র। এই মন্ত্রটি জপ করে ঘি দিয়ে শিবের অভিষেক বিধেয়। এরপর চতুর্থ প্রহরের মন্ত্র। সেটি হল-- 'হৃীং সাধ্যোজাতায় নমঃ'। এই মন্ত্র জপের সঙ্গে মধু দিয়ে দেবাদিদেবের অভিষেক করা হয়।
রয়েছে পুষ্পাঞ্জলির বিধিও। চন্দনচর্চিত পুষ্প ও বেলপাতা নিয়ে এই মন্ত্রে এক, তিন অথবা পাঁচ বার অঞ্জলি দিতে হয়। পুষ্পাঞ্জলির মন্ত্রটি এই রকম: 'ওঁ নমো শিবায় এষ সচন্দনপুষ্পবিল্বপত্রাঞ্জলি নমো শিবায় নমঃ।'
বলা হয় এই ভাবে বিধিসম্মত রীতিতে পুজো সারলে মহাদেবের কৃপা লাভ হয়।
আরও পড়ুন: Maha Shivratri: সারা রাত ঘন অরণ্যে কাটিয়ে বাড়ি ফিরে কী দেখলেন ব্যাধ?