পিয়ানোর সুরে দেশের মাটির গন্ধ ছড়িয়ে লন্ডন ছাড়লেন মমতা

Updated By: Jul 29, 2015, 10:26 PM IST
পিয়ানোর সুরে দেশের মাটির গন্ধ ছড়িয়ে লন্ডন ছাড়লেন মমতা

লন্ডন ছাড়ার কয়েক ঘণ্টা আগে এ যেন এক অচেনা মুখ্যমন্ত্রী। হাইড পার্ক থেকে ফেরার সময় রাস্তাতেই পিয়ানো অ্যাকোর্ডিয়ানে সুর তুললেন।  

সারে জাঁহাসে আচ্ছায় স্মরণ করলেন দেশের মাটি। পিয়ানো বাদকও কম যান না। পাল্টা তিনিও শোনালেন, জনপ্রিয় হিন্দি গান মেরা জুতা হ্যায় জাপানি। লন্ডনের বুকে এ এক অচেনা মুখ্যমন্ত্রী। পিয়ানো অ্যাকোর্ডিয়ানে সুর তুললেন। সকালের ঘুম ভেঙেছে বানভাসী রাজ্যের খবর।

রাজ্যের বেশকয়েকটি জেলা জলের তলায়। রয়েছে ঘূর্ণিঝড়ের সতর্কতাও। লন্ডনের ঝলমলে সকালেও তাই মুখ্যমন্ত্রীর মন ভারী। অস্থির মনে সকাল সকালই সঙ্গী-সাথীদের নিয়ে বেরিয়ে পড়েছিলেন হাইড পার্কের উদ্দেশ্যে। কানে ফোন। কথা হচ্ছে রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে।  প্রায় নয় কিলোমিটার পথ হেঁটে  ফেরার সময় হঠাত্‍ই চোখে পড়ল রাস্তার ধারে এক পিয়ানো বাদক। লোভ সামলাতে পারলেন না। এগিয়ে গেলেন পিয়ানো বাদকের কাছে। সারলেন সৌজন্য সাক্ষাত্‍। তারপর চেয়ে নিলেন পিয়ানো অ্যাকোর্ডিয়ান । লন্ডনের মাটিতে দাঁড়িয়ে স্মরণ করলেন দেশের মাটি।

পিয়ানো বাদকের কাছেও এ এক বাড়তি পাওনা।  উচ্ছসিত পিয়ানো বাদক। এবার আরও অবাক হওয়ার পালা। লন্ডনবাসী পিয়ানো বাদকের সুর ভেঙে দিল লন্ডন আর কলকাতার সব দূরত্ব। এবার দ্রুত হোটেলে ফেরার তাড়া। বানভাসী বাংলার মুখ ভাসছে সামনে। ফিরতে হবে কলকাতা। তবু এর মধ্যেই একটু অন্য ছোঁওয়া। হারিয়ে যাওয়া অন্য মেজাজে।

 

.