মাইক্রোম্যাক্সের হাইব্রিড প্রোডাক্ট যা ল্যাপেও আছে ট্যাবেও আছে

বাজারে আসতে চলছে মাইক্রোম্যাক্সের নতুন প্রোডাক্ট ল্যাপট্যাব। মানে, বস্তুটি `ল্যাপেও আছেন আবার ট্যাবেও আছেন`। মাইক্রোম্যাক্সের এই ডুয়েল অপারেটিং সিস্টেমের ল্যাপট্যাব চলতি বছরে ফেব্রুয়ারি মাসে খেকেই পাওয়া যাবে। বাজারে এর দাম ৩০ হাজার থেকে শুরু।

Updated By: Jan 13, 2014, 06:46 PM IST

বাজারে আসতে চলছে মাইক্রোম্যাক্সের নতুন প্রোডাক্ট ল্যাপট্যাব। মানে, বস্তুটি `ল্যাপেও আছেন আবার ট্যাবেও আছেন`। মাইক্রোম্যাক্সের এই ডুয়েল অপারেটিং সিস্টেমের ল্যাপট্যাব চলতি বছরে ফেব্রুয়ারি মাসে থেকেই পাওয়া যাবে। বাজারে এর দাম ৩০ হাজার থেকে শুরু।

হাইটেক যুগের এই ল্যাপট্যাবের বিশেষত্ব হল উইনডোস ৮ এবং অ্যানড্রয়েড ৪.২.২ দুই অপারেটিং সিস্টেম পাশাপাশি রয়েছে। তবে এক অপারেটিং সিস্টেম থেকে অন্য অপারেটিং সিস্টেমে যেতে গেলে ল্যাপট্যাবটিকে অফ করে আবার চালাতে হবে। স্মার্ট ফোনের জগতে এই প্রোডাক্ট নতুন মাত্রা যোগ করেলও ট্যাব দুনিয়ায় ডুয়েল অপারেটিং সিস্টেম এর আগের থেকেই রয়েছে।

এক নজরে দেখে নিন মাইক্রোম্যাক্সের ল্যাপট্যাবে কী কী ফিচার রয়েছে-
** 1.46GHz Intel Celeron processor
** 10.1-inch IPS display
** 2GB RAM
** 7400 mAh battery
** 2MP front camera with light sensor
** wireless keyboard
** storage of 32 GB expandable up to 64 GB
** supports Bluetooth v4.0 and Wi-Fi

.