নিউ ইয়র্কের নো প্যান্টস সাবওয়ে রাইড, কাতারে কাতারে মানুষ রাস্তায় নামলেন প্যান্ট ছাড়াই
সবাই দলে দলে চলাফেরা করছেন সাবওয়ে দিয়ে। কিন্তু কারও পরনে নেই প্যান্ট। এমনটাই ছিল নিউইয়র্কে রবিবারের ছবিটা। ১২ জানুয়ারি ২০১৪ ছিল অ্যানুয়াল নো প্যান্টস সাবওয়ে রাইড।
সবাই দলে দলে চলাফেরা করছেন সাবওয়ে দিয়ে। কিন্তু কারও পরনে নেই প্যান্ট। এমনটাই ছিল নিউইয়র্কে রবিবারের ছবিটা। ১২ জানুয়ারি ২০১৪ ছিল অ্যানুয়াল নো প্যান্টস সাবওয়ে রাইড।
২০০২ সালে প্রথম শুরু হয়েছিল নো প্যান্টস সাবওয়ে রাইড। তারপর থেকে প্রতিবছরই কনকনে ঠান্ডায় পালিত হয় নো প্যন্টাস সাবওয়ে রাইড। সাবওয়ের গাড়ির বিভিন্ন দোকানে প্যান্ট না পরে এদিন আসতে হয় যাত্রীদের। এটাই খেলার নিয়ম। প্রত্যেককেই পরতে হয় শীতের হরম কোট, টুপি, স্কার্ফ ও গ্লাভস। আচরণ করতে হয় অপরিচিতের মতো।
এই বছর ১৩ তম নো প্যান্টস সাবওয়ে রাইডে সারা বিশ্বের ২৫টি দেশের মোট ৬০টি শহর থেকে মানুষ অংশ নিয়েছিল খেলায়।