`ছোট-নরম`এর এবার বড় চমক: আসছে মাইক্রোসফটের জিরো ফিগার ট্যাবলেড সারফেস
তথ্যপ্রযুক্তি দুনিয়ায় নতুন চমক মাইক্রোসফ্টের। ল্যাপটপে হাতবদল করে আঙুলের প্রথম স্পর্শ ছুঁলো ট্যাবলেডের সেরা প্রযুক্তিতে। এমনিতেই আমরা অপেক্ষায় থাকি মাইক্রোসফ্টের কাছে ক্ষুদ্র থেকে বৃহত্তর যে কোনও পরিবর্তনে নতুন কিছু পাওয়া। প্রথম স্বাদ খুঁজে পাওয়া। এবারও মাইক্রোসফ্টের অভিনব সৃষ্টি ট্যাবলেট সারফেস প্রো থ্রি। মাইক্রোসফ্টের এই সারফেস প্রো থ্রি ১২ ইঞ্চি চওড়া ও ভীষন স্টাইলিশ। মাইক্রোসফ্টের আগের মডেলটি ছিল ১০.৬ ইঞ্চি। সারফেস প্রো থ্রি ৩২শতাংশ পাতলা ও প্রায় ১২ শতাংশ হালকা গত বছরের অক্টোবরে আত্মপ্রকাশ করা প্রো টু থেকে।
তথ্যপ্রযুক্তি দুনিয়ায় নতুন চমক মাইক্রোসফ্টের। ল্যাপটপে হাতবদল করে আঙুলের প্রথম স্পর্শ ছুঁলো ট্যাবলেডের সেরা প্রযুক্তিতে। এমনিতেই আমরা অপেক্ষায় থাকি মাইক্রোসফ্টের কাছে ক্ষুদ্র থেকে বৃহত্তর যে কোনও পরিবর্তনে নতুন কিছু পাওয়া। প্রথম স্বাদ খুঁজে পাওয়া। এবারও মাইক্রোসফ্টের অভিনব সৃষ্টি ট্যাবলেট সারফেস প্রো থ্রি। মাইক্রোসফ্টের এই সারফেস প্রো থ্রি ১২ ইঞ্চি চওড়া ও ভীষন স্টাইলিশ। মাইক্রোসফ্টের আগের মডেলটি ছিল ১০.৬ ইঞ্চি। সারফেস প্রো থ্রি ৩২শতাংশ পাতলা ও প্রায় ১২ শতাংশ হালকা গত বছরের অক্টোবরে আত্মপ্রকাশ করা প্রো টু থেকে।
মেদহীন জিরো ফিগার মডেলটিকে আপনি হৃদয়বন্দি করতে পারেন ভারতীয় মুদ্রায় প্রায় ৪৭ হাজার থেকে ১ লাখ ১৪ হাজার টাকায়। তবে দাম শুনে অবাক হওয়ার আগে দেখে নিন এক নজরে কী কী আছে।
========================