গন্ধ বিচার করে কামড় বসায় মশা
ওয়েব ডেস্ক: লোক বেছে কামড়াতে ভালবাসে মশারা! সম্প্রতি এক গবেষণা উঠে এসেছে এই পছন্দ করে কামড়ানোর ইচ্ছাটা আসলে জিনেই লুকিয়ে আছে।
বিজ্ঞানীরা আগেই জানিয়ে দিয়েছেন, বাছ বিচার করেই কামড় বসাতে পছন্দ করে মশারা। একেক জনের গায়ের গন্ধে আকৃষ্ট হয় এই পতঙ্গ। আর গন্ধ বিচার করেই হুল ফোটায়।
নতুন গবেষণা বলছে এই পার্থক্য সম্ভবত বংশগত।
আটজোড়া আইডেন্টকিয়াল ও ১৯ জোড়া নন আইডেন্টিকাল টুইনসদের নিয়ে লন্ডন স্কুল অফ হাইজিন ও ট্রপিকাল মেডিসিন একটি পরীক্ষা চাকিয়েছে। দুটো ভাগে ভাগ করা ওয়াই আকৃতির একটি টিউবে তাঁরা বেশ কিছু মশাদের ছেড়ে দেন। উদ্দেশু ছিল পরীক্ষাধীন ব্যক্তিদের হাতের গন্ধে কীভাবে তারা আকৃষ্ট হয় সেটা দেখার জন্য।
আইডেন্টিকাল টুইনসদের ক্ষেত্রে জেনেটিক সাদৃশ্য যেহেতু বেশি তাই বহু ক্ষেত্রে তাদের গায়ের গন্ধও অনেকটা এক রকম। অন্যদিকে, নন-আইডেন্টিকাল টুইনসদের ক্ষেত্রে জেনেটিক সাদৃশ্য যেহেতু তুলনামূলক কম তাই তাদের গায়ের গন্ধেও তেমন মিল নেই। যদি মশারা আইডেন্টিকাল যমজদের কোনও একজনকে কামড়াতে পছন্দ করে, দেখা গেছে তারা অন্যজনকেও কামড়ায়। কিন্তু নন আইডেন্টিকালদের ক্ষেত্রে এই ধরণের কোনও মিল পাওয়া যায় না।
নতুন এই গবেষণা মশাদের সঙ্গে মানুষের সম্পর্কের বিবর্তনের নতুন এক দিক নির্দেশ করেছে। আশা করা হচ্ছে মশা নিয়ন্ত্রণে এই গবেষণা নতুন পথ দেখাবে।