এক ছাত্রকে ২৫ হাজার মার্কিন ডলার স্কলারশিপ দিল পর্নোগ্রাফি সাইট পর্নহাব

ওহে ছোকরা, মোবাইলে ওই সব কী দেখছ? লুকিয়ে চুরিয়ে নীল ছবি দেখার বয়সে কত বাধাই না পেরত হয়। মায়ের চোখ কে ফাঁকি দিয়ে ল্যাপটপ অথবা ডেস্কটপের নিষিদ্ধ ফোল্ডারে লুকিয়ে থাকে নীল ছবি। বন্ধুদের মুখে মুখে ফেরে নীল ছবির ওয়েব সাইটের কথা। তর্কও তো কম হয় না, 'কোনটি বেস্ট'। 'তাঁরা' বলেন পর্ন দেখা খারাপ! এহেন একটি পর্নোগ্রাফি সাইটই তথাকথিত 'খারাপ' তকমা তুলে দিয়ে শিক্ষায় সহযোগিতার হাত বাড়িয়ে দিল। এক ছাত্রের হাতে স্কলারশিপ হিসেবে তুলে দিল ২৫ হাজার মার্কিন ডলার।  

Updated By: Sep 4, 2015, 06:49 PM IST
এক ছাত্রকে ২৫ হাজার মার্কিন ডলার স্কলারশিপ দিল পর্নোগ্রাফি সাইট পর্নহাব

ওয়েব ডেস্ক: ওহে ছোকরা, মোবাইলে ওই সব কী দেখছ? লুকিয়ে চুরিয়ে নীল ছবি দেখার বয়সে কত বাধাই না পেরত হয়। মায়ের চোখ কে ফাঁকি দিয়ে ল্যাপটপ অথবা ডেস্কটপের নিষিদ্ধ ফোল্ডারে লুকিয়ে থাকে নীল ছবি। বন্ধুদের মুখে মুখে ফেরে নীল ছবির ওয়েব সাইটের কথা। তর্কও তো কম হয় না, 'কোনটি বেস্ট'। 'তাঁরা' বলেন পর্ন দেখা খারাপ! এহেন একটি পর্নোগ্রাফি সাইটই তথাকথিত 'খারাপ' তকমা তুলে দিয়ে শিক্ষায় সহযোগিতার হাত বাড়িয়ে দিল। এক ছাত্রের হাতে স্কলারশিপ হিসেবে তুলে দিল ২৫ হাজার মার্কিন ডলার।  

একটি প্রতিযোগিতার আয়োজন করেছিল পর্নহাব। বিষয় ছিল, 'অন্য কে খুশি করতে হলে, তুমি কি করবে?'- এই সম্বন্ধে একটি প্রবন্ধ লিখতে হবে। ১০০০ থেকে ১৫০০ শব্দের মধ্যে ওই বিষয়ে প্রবন্ধ লিখে স্কলারশিপ জিতে নেয় সেই ছাত্র।  

Tags:
.