রাশি বদল করছে রাহু-কেতু, অশুভ যোগ কাটাতে মেনে চলুন এই ৭টি টোটকা
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, রাহু ও কেতু কোনও ব্যক্তির জীবনে বড় বদল আনতে পারে।
নিজস্ব প্রতিবেদন: জ্যোতিষশাস্ত্রে, রাহু ও কেতু ছায়া গ্রহ। তাদের ভৌতিক অস্তিত্ব নেই, তবে গুরুত্ব অপরিসীম। প্রায় ১৮ মাস পরে আগামী ২৩ সেপ্টেম্বর রাশি বদলাচ্ছে রাহু-কেতু। মিথুন রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছে রাহু। থাকবে ২০২২ সালের এপ্রিল পর্যন্ত।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, রাহু ও কেতু কোনও ব্যক্তির জীবনে বড় বদল আনতে পারে। শুধু তাই নয়, তাদের প্রভাব ভূমণ্ডলের সব কিছুর উপরেই পড়ে। গ্রহণকাল ও কালসর্প যোগেও এদের ভূমিকা থাকে। কোনও ব্যক্তির কুন্ডলীতে সাহস, ভয়, দুঃখ, চিন্তা, পাপ, কলঙ্কের মতো বিষয়টিগুলি রাহু দেখে। রাহুল মহাদশা ১৮ বছরের হয়স অন্তর্দশা ৮ মাস ও ১২ দিনের হয়। রাহুর মহাদশায় নানা ধরনের কষ্ট সহ্য করতে হয় জাতককে।
আপনার কুন্ডলীতে কি অশুভ ফল দিচ্ছে রাহু? সেক্ষেত্রে এই বিষয়টিগুলি মেনে চলুন-
১. রাহুলর কুপ্রভাব থেকে বাঁচতে সব ধরনের নেশা থেকে দূরে থাকুন।
২. কখনও রেগে গিয়ে স্থিতাবস্থা হারাবেন না। রাগকে প্রশমিত করুন।
৩. বয়স্ক মহিলাদের সম্মান করুন। ভুল করেও অপমান করবেন না।
৪. বিশেষভাবে শারীরিক সক্ষম ব্যক্তিদের দান করুন।
৫. বেওয়ারিশ লাশের সৎকার করুন।
৬.রবিবার ভৈরবকে মদ প্রসাদ হিসেবে দিন। প্রদীপ জ্বালান।
৭.বেলপাতা দিয়ে শিবের পুজো করুন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে আরও ভালো।
আরও পড়ুন- পুরুষের চেয়ে নারীর কামের ইচ্ছা আটগুণ বেশি, আর কী কী বেশি? কী বলছে চাণক্যনীতি?