পুরুষের চেয়ে নারীর কামের ইচ্ছা আটগুণ বেশি, আর কী কী বেশি? কী বলছে চাণক্যনীতি?

Aug 22, 2018, 21:57 PM IST
1/10

চাণক্য নীতি

Women_1

নারী ও পুরুষের সম্পর্ক এবং তাঁদের দোষ-গুণ নিয়েও লিখে গিয়েছেন আচার্য চাণক্য। তাঁর শ্লোকে বলা হয়েছে, এমন কিছু কথা থাকে যা কাউকে বলেন না নারীরা। 

2/10

চাণক্য নীতি

Women_2

মহিলাদের খিদে, লজ্জা, সাহস ও কামের ইচ্ছা নিয়ে বলে গিয়েছেন চাণক্য। 

3/10

চাণক্য নীতি

Women_4

তাঁর মতে, এই চারটি জিনিস পুরুষদের থেকে মহিলাদের বেশি। পুরুষদের থেকে খিদে বেশি মহিলাদের। এমনকি তাঁদের সাহসও বেশি।     

4/10

চাণক্য নীতি

Women_5

স্ত্রীণা দ্বিগুণ আহারৌ লজ্জা চাপি চর্তুগুণ।সাহস ষড়গুণ চৈব কামক্ষাষ্টগুণ স্মৃত।।

5/10

চাণক্য নীতি

Women_6

এই শ্লোকের অর্থ: নারীর শক্তির ব্যাপারে বলেছেন আচার্য চাণক্য। স্ত্রীর আহার, মানে খিদে পুরুষদের থেকে দ্বিগুণ। 

6/10

চাণক্য নীতি

Women_7

তবে বর্তমান সময়ের প্রেক্ষিতে এটা অসত্য মনে হতে পারে। কারণ জীবনধারা বদলে গিয়েছে। পাশাপাশি ডায়েটও শুরু করেছেন অনেকে। 

7/10

চাণক্য নীতি

Women_8

নারীদের লজ্জা পুরুষের চেয়ে চারগুণ বেশি। 

8/10

চাণক্য নীতি

Women_9

অনেকেই বলেন, মহিলারা ভয় পান। তবে আচার্য বলে গিয়েছেন, পুরুষদের থেকে নারীদের সাহস ৬ গুণ বেশি। এজন্যই নারীকে শক্তিরূপে পুজো করা হয়। 

9/10

চাণক্য নীতি

Women_10

পুরুষদের থেকে আট গুণ বেশি নারীদের কামের ইচ্ছা। কিন্তু কেন তা প্রকট নয়?

10/10

চাণক্য নীতি

Women_11

লজ্জা ও সহনশক্তি পুরুষদের থেকে বেশি থাকার কারণে নারীর কাম ইচ্ছা প্রকট হয় না। পাশাপাশি সংস্কারের গণ্ডিতেও থাকেন তাঁরা।