জানেন শাহরুখ খান-আরিয়ান এবং সুহানাকে কি উপহার দিলেন সলমন খান?
Updated By: Jul 21, 2017, 03:30 PM IST
![জানেন শাহরুখ খান-আরিয়ান এবং সুহানাকে কি উপহার দিলেন সলমন খান? জানেন শাহরুখ খান-আরিয়ান এবং সুহানাকে কি উপহার দিলেন সলমন খান?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/07/21/89505-salman-21-7-17.jpg)
ওয়েব ডেস্ক: বলিউডের দুই খান, শাহরুখ খান এবং সলমন খান এখন দুই প্রিয় বন্ধু। হামেশাই তাঁদের একে অপরের সঙ্গে দেখা যায়। একে অপরের সম্পর্কে ভালো ভালো কথা বলতেও শোনা যাচ্ছে। তাই বলাই যায় যে, শাহরুখ-সলমন এখন দুই প্রিয় বন্ধু। কদিন আগেই বন্ধু সলমনকে উপহার হিসেবে নতুন একটি মার্সিডিজ গাড়ি দিয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। এবার পাল্টা উপহার দিলেন ভাইজান।
একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী জানা গিয়েছে যে, সলমন খান, শাহরুখ খান, তাঁর ছেলে আরিয়ান এবং মেয়ে সুহানাকে ব্র্যান্ড নিউ বিইং হিউম্যান ই সাইকেল উপহার দিলেন।