কোভিডকালে লক্ষ্মীলাভ SBI-এর, মুনাফা বাড়ল ৮০ শতাংশ

 সম্প্রতি যে লাভ-ক্ষতির হিসেব প্রকাশ করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেখানে দেখা গিয়েছে চতুর্থ ত্রৈমাসিকে বড়সড় মুনাফা দেখেছে এসবিআই। লক্ষ্মীলাভ বৃদ্ধি পেয়েছে প্রায় ৮০ শতাংশ। চতুর্থ ত্রৈমাসিকে ৩,৫৮০.৮ কোটি টাকা থেকে বেড়ে ৬,৪৫০.৭ কোটি টাকায় পৌঁছে গিয়েছে লাভ।

Updated By: May 24, 2021, 02:15 PM IST
কোভিডকালে লক্ষ্মীলাভ SBI-এর, মুনাফা বাড়ল ৮০ শতাংশ
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: সম্প্রতি যে লাভ-ক্ষতির হিসেব প্রকাশ করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেখানে দেখা গিয়েছে চতুর্থ ত্রৈমাসিকে বড়সড় মুনাফা দেখেছে এসবিআই। লক্ষ্মীলাভ বৃদ্ধি পেয়েছে প্রায় ৮০ শতাংশ। চতুর্থ ত্রৈমাসিকে ৩,৫৮০.৮ কোটি টাকা থেকে বেড়ে ৬,৪৫০.৭ কোটি টাকায় পৌঁছে গিয়েছে লাভ।

বছরের হিসেবে এই চতুর্থ ত্রৈমাসিকে ব্যাঙ্কের ঋণ যেমন বৃদ্ধি পেয়েছে ৫ শতাংশ তেমন অনাদায়ী ঋণও আদায় হয়েছে অনেকাংশে। ত্রৈমাসিকের তুলনা করে যদি দেখা হয় তাহলে এনপিএ ৫.৪৪ থেকে কমে ৪.৯৮ শতাংশ হয়েছে৷ সেখানে Net NPA 1.81 শতাংশ কমে ১.৫০ শতাংশ হয়েছে৷

আরও পড়ুন চিনের পরীক্ষাগারেই Corona Virus-এর জন্ম? মার্কিন সংবাদপত্রের প্রতিবেদন ঘিরে বিতর্ক

ত্রৈমাসিকের আধারে এসবিআই -র Gross NPA ১.৩৪ লক্ষ কোটি টাকা থেকে কমে ১.২৬ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে৷ সেখানে নেট এনপিএ গত ত্রৈমাসিকে ৪২,৭৯৭ কোটি টাকা থেকে কমে ৩৬,৮১০ কোটি টাকা হয়েছে৷

এমনকী, সুদ থেকে ব্যাঙ্কের আয় ১৮.৯ শতাংশ বেড়ে ২৭,০৬৭ কোটি টাকা হয়েছে৷ যা গত বছরের চতুর্থ ত্রৈমাসিকে ২২, ৭৬৭ হয়েছিল৷

.