Stock Market Update: পতনের পরেও চাঙ্গা শেয়ার বাজার, স্বস্তিতে বিনিয়োগকারীরা

শুরুর লেনদেনেই Sensex এবং Nifty ১.৫ শতাংশ বৃদ্ধি পায়। সকাল ৯.৪০ মিনিটে ১০১০.৭১ পয়েন্ট বেড়ে সেনসেক্স দাঁড়িয়েছে ৫৩৮০২.৯৪-তে। একই সময় নিফটি ৩০৬.১০ পয়েন্ট বেড়ে ১৬১১৫.৫০-তে দাঁড়িয়েছে। 

Updated By: May 20, 2022, 10:59 AM IST
Stock Market Update: পতনের পরেও চাঙ্গা শেয়ার বাজার, স্বস্তিতে বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদন: বিশ্ব বাজারে সঙ্কট কাটার আভাস পাওয়ার পরেই তাঁর প্রভাব দেখা গেল ভারতের বাজারে। বৃহস্পতিবার শেয়ার বিক্রির চাপে বাজার বন্ধের সময় নিচে নেমে যায় সূচক। যদিও শুক্রবার ফের সবুজ চিহ্নে খোলে বাজার। 

শুরুর লেনদেনেই সেনসেক্স এবং নিফটি ১.৫ শতাংশ বৃদ্ধি পায়। সকাল ৯.৪০ মিনিটে ১০১০.৭১ পয়েন্ট বেড়ে সেনসেক্স দাঁড়িয়েছে ৫৩৮০২.৯৪-তে। একই সময় নিফটি ৩০৬.১০ পয়েন্ট বেড়ে ১৬১১৫.৫০-তে দাঁড়িয়েছে। 

সপ্তাহের শেষ দিনে সেনসেক্স ৫৩৫১৩.৯৭ পয়েন্টে শুরু শুরু হয়। সেখানেই ৫০ অঙ্কের নিফটি ১৬ হাজার এর উপরে গিয়ে ১৬০৪৩.৮০তে খোলে। SGX Nifty-তে ২০০ পয়েন্টের বেশি বৃদ্ধি হয়। বাজার খলার আগের সেশনে সেনসেক্সের ৩০টি শেয়ারের সবগুলি সবুজ চিহ্নে ছিল। আজকের ট্রেডিং সেশনে ১৫৪৭ স্টকে কেনা এবং ২৫৭ স্টকে বিক্রি হয়েছে। সেখানেই ৬৪ শেয়ারে কোনও বদল হয়নি। 

আরও পড়ুন: LPG Price Hike: পকেটে টান মধ্যবিত্তের, ফের মহার্ঘ রান্নার গ্যাস

এর আগে বৃহস্পতিবার বিশ্ব বাজারের সঙ্কট এবং অত্যদিক বিক্রির চাপে শেয়ার বাজারে পতন হয়। লেনদেনের শেষে ৩০ অঙ্কের সেনসেক্স ১৪১৬.৩০ পয়েন্ট নিছে নেমে ৫২৭৯২.২৩-এ বন্ধ হয়। সেখানে ৫০ অঙ্কের নিফটি ৪৩০.৯০ পয়েন্ট নিচে এসে ১৫৮০৯.৪০-তে বন্ধ হয়।    

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.