যা দেখে বুঝবেন ‘ও আপনার প্রেমে পড়েছে’
“আচ্ছা, ও কি আমার কথা ভাবে? আমি যা অনুভব করি, ও কি সেটাই অনুভব করে?” মনের ভিতর অনেক প্রশ্ন। কিন্তু, কে উত্তর দেবে? সোজাসুজি জিজ্ঞেস করতে গেলে যদি রেগে যায়! অতশত না ভেবে লক্ষ্য রাখুন তাঁর আচার-ব্যবহারে। দেখুন তো তিনি এইগুলো করেন কি না? উত্তর আপনার হাতের মুঠোয়।
ওয়েব ডেস্ক : “আচ্ছা, ও কি আমার কথা ভাবে? আমি যা অনুভব করি, ও কি সেটাই অনুভব করে?” মনের ভিতর অনেক প্রশ্ন। কিন্তু, কে উত্তর দেবে? সোজাসুজি জিজ্ঞেস করতে গেলে যদি রেগে যায়! অতশত না ভেবে লক্ষ্য রাখুন তাঁর আচার-ব্যবহারে। দেখুন তো তিনি এইগুলো করেন কি না? উত্তর আপনার হাতের মুঠোয়।
১) কথা বলবে কী! আপনার সামনে বসে উসখুস উসখুস করেই চলেছে। হাতের ফোন বা ব্যাগটা নিয়ে সমানে খুঁট খুঁট চলছেই। এটা কিন্তু ভালো লক্ষ্মণ। তিনি বুঝিয়ে দিচ্ছেন, আপনার উপস্থিতিতে তিনি নার্ভাস।
২) চোখে চোখ রেখে বহুক্ষণ ধরে কথা বলেই চলেছেন। শুধু কথাই বলছেন না, মাঝে মাঝে হাসছেন। বুঝে নিন, তিনি আপনাতে মজেছেন!
৩) কথা বলতে বলতে যদি তিনি আপনার ঠোঁটের দিকে তাকান। বা নিজেই হয়তো হেসে বা লিপস্টিক ঠিক করার অছিলায় বারবার তাঁর ঠোঁটের দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন। ব্যস, বুঝে নিন! কেল্লা ফতে!
৪) আপনার সঙ্গে কথা বলতে বলতে তিনি যদি একদিকে মাথা হেলিয়ে রাখেন। চুল সরিয়ে উন্মুক্ত রাখেন তাঁর একদিকের ঘাড়। এর চেয়ে বড় ইঙ্গিত আর কিছু হয় না!
৫) হাত ধরে হাঁটা নয়। রাস্তায় হাঁটতে হাঁটতে হাতে হাতে বা কবজিতে কবজিতে আলতো ছোঁয়া। বুঝিয়ে দেবে, তিনি কী চাইছেন!
৬) যদি তিনি আপনার খুব কাছে এসে কথা বলেন। আর রোজই যেন সেই দূরত্বটা কমছে! তাহলে চোখ বন্ধ করে এগিয়ে যান তাঁর দিকে।