ঘরের বায়ুও দূষিত হয়! মোকবিলা কীভাবে?
বায়ুদূষণ শুধু বাইরে নয়। ঘরেও। আর সেটা আমাদের শরীরের পক্ষে ঠিক একইরকমভাবে ক্ষতিকর। দিনের মধ্যে বেশিরভাগ সময় আমরা ঘরেই কাটাই। সেটা বাড়িতেই হোক, কি অফিসে। তাই ঘরের মধ্যেকার বায়ু যাতে কোনওভাবেই দূষিত না হয়, সেদিকে নজর রাখা উচিত আমাদের সবারই।
ওয়েব ডেস্ক : বায়ুদূষণ শুধু বাইরে নয়। ঘরেও। আর সেটা আমাদের শরীরের পক্ষে ঠিক একইরকমভাবে ক্ষতিকর। দিনের মধ্যে বেশিরভাগ সময় আমরা ঘরেই কাটাই। সেটা বাড়িতেই হোক, কি অফিসে। তাই ঘরের মধ্যেকার বায়ু যাতে কোনওভাবেই দূষিত না হয়, সেদিকে নজর রাখা উচিত আমাদের সবারই।
ঘরের মধ্যে বায়ুদূষণ আটকাতে রইল কিছু টোটকা-
১) ঘরের জানলা-দরজাগুলোকে বন্ধ নয়, খুলে রাখুন। রান্নাঘরে এক্সহস্ট ফ্যান বা চিমনি লাগান। রান্না করার সময় অবশ্যই সেগুলো চালিয়ে রাখুন।
২) ঘরের মধ্যে ধূমপান নয়। যতটা সম্ভব এড়িয়ে চলুন মোমবাতি জ্বালানোও।
৩) বিনা প্রয়োজনে মেঝেতে কার্পেট পাতবেন না। কারণ কার্পেট থেকে ধুলো ছড়ায়।
৪) ঘরে ডোরম্যাট ব্যবহার করুন। যাতে বাইরে থেকে ধুলোবালি ঘরের মধ্যে ঢুকতে না পারে।
৫) ঘরের মধ্যে যতটা সম্ভব কম রুম ফ্রেশনার, এয়ার ফ্রেশনার ব্যবহার করুন। বরং শুধু বাইরে বারান্দায় বা ছাদে নয়, ঘরের মধ্যেও গাছ লাগান। এতে যেমন আপনার ঘরের শোভা বাড়বে, তেমনই শুদ্ধ থাকবে ঘরের মধ্যের বাতাস।