PF: এখনও প্রভিডেন্ট ফান্ডে KYC আপডেট করেননি, সমস্যা থেকে রেহাই পেতে রইল সমাধান

 এই KYC বিবরণগুলির মধ্যে PF গ্রাহকের PAPN, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পাসপোর্ট এবং অন্যান্য বিশদ তথ্যও জমা দিতে হবে

Updated By: Nov 15, 2021, 05:09 PM IST
PF: এখনও প্রভিডেন্ট ফান্ডে KYC আপডেট করেননি, সমস্যা থেকে রেহাই পেতে রইল সমাধান
ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদন: এখন ব্যাঙ্ক কিংবা কোনও লেনদেন সংক্রান্ত কাজে কেওয়াইসি (Know your customer)বাধ্যতামূলক। প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রেও গ্রাহকের ডেটা গুরুত্বপূর্ণ। পিএফ এ যদি গ্রাহকের ডেটা আপডেট না থাকে তাহলে ইপিএফও পরিষেবা পেতেও সমস্যা হবে। এই KYC বিবরণগুলির মধ্যে PF গ্রাহকের PAPN, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পাসপোর্ট এবং অন্যান্য বিশদ তথ্যও জমা দিতে হবে।

তবে এবার আর কোনও সমস্যা নেই। PF-এর গ্রাহকরা খুব সহজেই EPFO ​​এর UAN পোর্টালের মাধ্যমে নিজেদের UAN এর সঙ্গে এই KYC বিশদগুলি অনলাইনে আপডেট করতে পারেন। আপনি চাইলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্যান, আধার, পাসপোর্টের মতো বিশদগুলি নির্বাচন করতে পারেন যা আপনি UAN এর সঙ্গে লিঙ্ক করতে চান। কীভাবে করবেন দেখে নিন-
* EPFO ​​অফিসিয়াল ওয়েবসাইটে যান এবং সেখানে আপনার EPF অ্যাকাউন্টে লগইন করুন

* এরপর ম্যানেজ অপশনে গিয়ে KYC বিকল্পে ক্লিক করুন

*  আপনি আপনার UAN এর সঙ্গে লিঙ্ক করতে চান এমন  অপশন (PAN, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার ইত্যাদি) নির্বাচন করতে পারেন

*  প্রতিটি ট্যাবে জন্য প্রয়োজনীয় বিবরণ যেমন PAN, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার ইত্যাদি পূরণ করুন

* এরপর  SAVE অপশনে ক্লিক করুন

* আপনার অনুরোধ গৃহীত হলে "Digitally approved by the employer" মেসেজটি দেখা যাবে স্ক্রিনে। 

যদি আপনার EPFO ​​UAN অ্যাকাউন্ট KYC আপডেট করা হয়, তাহলে আপনি  অনলাইন মোডের মাধ্যমে আপনার ক্লেম জমা দিতে পারেন। এছাড়াও, আপনি UAN পোর্টালে লগ ইন করে আপনার মাসিক অবদানের বিবৃতি দেখতে পারেন।

.