স্ট্রিং পেন্ডেন্ট লাইট

দীপাবলিতে বাড়ি সাজাতে নিজে হাতে বানাতে পারেন স্ট্রিং পেন্ডেন্ট লাইট। একটা আলোতেই ঘর আলোয় ভরে যাবে। জোরালো আলো লাগিয়ে ঘর ঝলমলে করে তুলতে পারেন, আবার মৃদু আলো জ্বালিয়ে ঘরে দীপাবলির রোম্যান্টিক পরিবেশও নিয়ে আসতে পারেন।

Updated By: Oct 31, 2013, 09:25 PM IST

দীপাবলিতে বাড়ি সাজাতে নিজে হাতে বানাতে পারেন স্ট্রিং পেন্ডেন্ট লাইট। একটা আলোতেই ঘর আলোয় ভরে যাবে। জোরালো আলো লাগিয়ে ঘর ঝলমলে করে তুলতে পারেন, আবার মৃদু আলো জ্বালিয়ে ঘরে দীপাবলির রোম্যান্টিক পরিবেশও নিয়ে আসতে পারেন।
কী কী লাগবে
ফ্রেব্রিক স্টিফেনার-প্রতিটা বেলুনের জন্য ১.১৬ গ্যালন
বড় গোল পার্টি বেলুন
ক্রুশেডের সুতো বা সরু উল
ল্যাম্প কর্ড সেট

কীভাবে বানাবেন
১. বেলুন বড় করে ফুলিয়ে নিয়ে সুতোর রিল থেকে একটা দিক নিয়ে পেঁচিয়ে আটকে নিন। গিঁট দেবেন না কারণ পরে খুলতে হবে। সুতো কাটবেনও না।
২. বাকি রিলটা ফেব্রিক স্টিফেনারে ডুবিয়ে নিন বা ব্রাশ দিয়ে পুরো রিলের গায়ে ভাল করে মাখিয়ে নিন।
৩. এবারে পুরো সুতোর রিল বেলুনের গায়ে জরিয়ে নিন।

৪. সুতো জরানো হয়ে গেলে বেলুনটা খুলে আবার একটু ফুলিয়ে নিন কারণ সুতো শুকিয়ে গেলে বেলুন চুপসে যাওয়ার সম্ভাবনা থাকে।
৫. একদিন বেলুন ড্রায়ারের সামনে রেখে দিন যাতে পুরো শুকিয়ে যায়।
৬. শুকিয়ে সুতো শক্ত হয়ে গেলে পিন ফুটিয়ে বেলুন চুপসে নিয়ে কাঁচি দিয়ে ছোট করে এক ধার গোল করে কেটে বেলুন বের করে নিন।
৭. এবারে ওই গোল অংশ গিয়ে বাল্ব ঢুকিয়ে স্টপার দিয়ে আটকে দেওয়ালের সঙ্গে ঝুলিয়ে বাল্বে অগ্নিসংযোগ করে দিন।

.