Viral Video: কাশ্মীরে Superman, Wonder Woman! ক্ষুব্ধ নেটিজেনরা, জানেন কেন?
ব্যাপারটা কী?
নিজস্ব প্রতিবেদন: কাশ্মীর সমস্যার (Kashmir Dispute) সমাধান করছেন ডিসি কমিক্সের (DC Comics) বিখ্যাত চরিত্ররা! শুনতে অবাক লাগলেও, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে এমনটাই দাবি করা হচ্ছে। ব্যাপারটা কী?
জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) নিয়ে দীর্ঘদিন ধরেই ভারত ও পাকিস্তানে মধ্যে দ্বন্দ্ব চলছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে সেই কাশ্মীরেই গিয়েছেন DC Comic Universe-এর বিখ্যাত দুই চরিত্র সুপারম্যান (Superman) এবং ওয়ান্ডার ওম্য়ান (Wonder Woman)। তাঁরা সমস্ত সামরিক অস্ত্র ধ্বংস করছেন এবং জম্মু-কাশ্মীরকে (Jammu and Kashmir) একটি 'নিরস্ত্র ভূমি' (Arms-Free Zone) ঘোষণা করছেন। যদিও ভিডিওটিতে ভারত ও পাকিস্তানের কথা উল্লেখ করা হয়নি। এমনকী ভিডিওটি DC Universe-এর তরফে প্রকাশ করা হয়েছে কিনা তাও স্পষ্ট নয়।
Developing story : In the DC's new film "Injustice", Superman declares Kashmir an arms free zone. #Kashmir pic.twitter.com/upxyHOn7kA
— The Bite (@_TheBite) October 18, 2021
যদিও ভিডিওটি নেটিজেনদের মধ্যে ক্ষোভ তৈরি করেছে। কেন কাশ্মীরের কথা উল্লেখ করা হয়েছে? এই প্রশ্ন তুলেছে অনেকে। কেউ কেউ প্রশ্ন করেন, কাশ্মীর সম্পর্কে না জেনে কেন এই বিষয়ে মাথা ঘামাচ্ছে?
Why are they so specific about Kashmir? First they refer to an imaginary place like m'gota, but the next moment they mention Kashmir. Its better to keep quiet about complex geopolitical affairs that they don't know anything about
Btw, when did captain America become a woman ?— अजातशत्रु (@Ayushless) October 18, 2021
How about superman, Wonderwoman & DC doing something about Afghanistan
— Mukesh राणे (@Rane4MVP) October 18, 2021
ভিডিওটির জন্য আমেরিকাকে দায়ি করে কেউ কেউ আবার আফগানিস্তানে আমেরিকার লড়াই নিয়ে মজা করেছে।
What a mess.. Superman couldn't save afganistan.. Went home defeated.#afghanistancrisis
— India Aces Always (@IndiaAcesalways) October 19, 2021