আশীর্বাদ পেতে প্রণাম কেন পায়ে? জানুন বিজ্ঞান
হাত জোর করে নমস্কার, আর পায়ে হাত দিয়ে প্রণাম, ভারতে এই রীতি আদিকাল থেকেই। বড়দের কাছে মাথানত করে প্রণাম করলে বয়জেষ্ঠ্যরা হাত বাড়িয়ে আশীর্বাদ করেন, এমনটা আগেও হত, এখনও হয়, আগামী দিনেও হবে। কিন্তু পায়ে হাত দিয়েই কেন প্রণাম করতে হয়?এর পিছনে কী এমন বিজ্ঞান আছে? বিজ্ঞানের যুক্তি বলছে, পায়ে হাত দিয়ে প্রণামের মধ্যে রয়েছে একটি ইতিবাচক দিক এবং অপরের প্রতি শ্রদ্ধা নিবেদনের শ্রেষ্ঠত্ব। ঝুঁকে প্রণাম করলে প্রশমিত হয় ইগো! এমনকি মনে তৈরি হয় ইতিবাচক শক্তি।
ওয়েব ডেস্ক: হাত জোর করে নমস্কার, আর পায়ে হাত দিয়ে প্রণাম, ভারতে এই রীতি আদিকাল থেকেই। বড়দের কাছে মাথানত করে প্রণাম করলে বয়জেষ্ঠ্যরা হাত বাড়িয়ে আশীর্বাদ করেন, এমনটা আগেও হত, এখনও হয়, আগামী দিনেও হবে। কিন্তু পায়ে হাত দিয়েই কেন প্রণাম করতে হয়?এর পিছনে কী এমন বিজ্ঞান আছে? বিজ্ঞানের যুক্তি বলছে, পায়ে হাত দিয়ে প্রণামের মধ্যে রয়েছে একটি ইতিবাচক দিক এবং অপরের প্রতি শ্রদ্ধা নিবেদনের শ্রেষ্ঠত্ব। ঝুঁকে প্রণাম করলে প্রশমিত হয় ইগো! এমনকি মনে তৈরি হয় ইতিবাচক শক্তি।
প্রণামের সময় একেবারে ঝুঁকে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণামের পিছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা কী? জানুন ভিডিও দেখে-