জমি কেনার আগে অবশ্যই দেখে নিন এই বিষয়গুলি

আসুন দেখে নেওয়া যাক জমি কোন দিকে ঢালু হলে জীবনে তাঁর কী প্রভাব পড়ে...

Updated By: Nov 9, 2018, 07:17 AM IST
জমি কেনার আগে অবশ্যই দেখে নিন এই বিষয়গুলি

যে কোনও ধরনের নির্মাণ কাজ শুরু করার প্রাথমিক ধাপ হল জমি নির্বাচন বা ভূখণ্ড বাছাই। তাই এই জমি বা ভূখণ্ড বাছাইয়ের কাজটি খুব গুরুত্বের সঙ্গে করতে হবে। কারণ, ‘মূল’ যদি ঠিক না থাকে তবে ‘কাণ্ড’ বা ‘শাখা-প্রশাখা’ দোষযুক্ত হয়ে পড়ে। জমি বা ভূখণ্ড বাছাইয়ের ক্ষেত্রে বাস্তুশাস্ত্রের নির্দেশ মেনে চললে বাস্তুদোষ কাটানো সম্ভব। বাস্তুশাস্ত্রের প্রতি মানুষের নির্ভরতা দিনের পর দিন বেড়ে চলেছে। তার কারণ, মানুষ ধীরে ধীরে বাস্তুশাস্ত্রের কার্যকারীতা ও বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অবগত হচ্ছেন। আসুন দেখে নেওয়া যাক জমি কোন দিকে ঢালু হলে জীবনে তাঁর কী প্রভাব পড়ে...

১) মধ্য স্থানে ঢাল যুক্ত জমি হয় অনিষ্টকারী।

২) বায়ব্য দিকে ঢালু থাকলে উদ্বেগ ও প্রবাসকারী।

৩) ঈশান দিকে ঢালু থাকলে বিদ্যা, ধনধান্য ও সুখদায়ী।

৪) আগ্নেয় দিকে ঢালু থাকলে কষ্ট, মৃত্যু ও পীড়াদায়ী।

৫) নৈঋত দিকে ঢালু থাকলে যশোহানি ও পুত্রহানি।

৬) পশ্চিম দিকে ঢালু থাকলে ধনহানি ও পীড়াদায়ী।

৭) উত্তর দিকে ঢালু থাকলে ধনদায়ী।

৮) দক্ষিণ দিকে ঢালু থাকলে যশোহানি ও পুত্রহানি।

৯) পূর্ব দিকে ঢালু থাকলে সেটি হবে ধনদায়ী ও উন্নতিকারী।

.