ভার্জিন মোহিতো
বর্ষায় হঠাত্ গরম, হঠাত্ ঠান্ডা থেকে নিজেকে সুরক্ষিত রাখতে খান ভার্জিন মোহিতো।
Updated By: Jun 23, 2015, 04:42 PM IST
ওয়েব ডেস্ক: বর্ষায় হঠাত্ গরম, হঠাত্ ঠান্ডা থেকে নিজেকে সুরক্ষিত রাখতে খান ভার্জিন মোহিতো।
কী কী লাগবে-
পুদিনা পাতা-৩,৪টে
চিনি-২,৩ চামচ(স্বাদমতো)
লেবুর রস-১ কাপ
বরফ কিউব-২,৩ কাপ
কীভাবে বানাবেন-
কাচের জারে পুদিনা পাতা ও চিনি দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণ লেবুর রসের মধ্যে ঢেলে বরফের টুকরো দিয়ে ভাল করে নেড়ে নিন।