বিয়ের জন্য উপযুক্ত বয়স কোনটা?

বিয়ে তো সবাই করতে চায়। পুরুষ অথবা নারী। বিয়ে ছাড়া যে জীবনই সম্পূর্ণ হয় না। কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর, তা টেকানোও সমস্যা। কারণ, বিয়ে ভাঙার গল্পও তো গোটা বিশ্বে কম হয় না।

Updated By: Nov 1, 2015, 07:08 PM IST
 বিয়ের জন্য উপযুক্ত বয়স কোনটা?

ওয়েব ডেস্ক: বিয়ে তো সবাই করতে চায়। পুরুষ অথবা নারী। বিয়ে ছাড়া যে জীবনই সম্পূর্ণ হয় না। কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর, তা টেকানোও সমস্যা। কারণ, বিয়ে ভাঙার গল্পও তো গোটা বিশ্বে কম হয় না।

রোজই বিয়ে হয়ও অনেক, আবার ভেঙেও যায় অনেক। বিয়ে টিকে থাকবে, পরিবার সুখী থাকবে, এগুলো চাইতে তো পারে সবাই। কিন্তু সেই বিয়ে টেকানোর ফর্মূলাও আছে কিছু। কোন বয়সে বিয়ে করবেন? জরুরি যে সেটাও।

ইউনিভার্সিটি অফ উটার গবেষক নিকোলাস উলফিঙ্গার, গত প্রায় আট বছর ধরে রীতিমতো সমীক্ষা চালিয়েছেন, এবং গবেষণা করেছেন এই বিষয়ে যে, বিয়ের জন্য সব থেকে উপযুক্ত বয়স কোনটা? তার উত্তর অবশ্য খুঁজে পেয়েছেন তিনি।

২৮ থেকে ৩২ বছরের মধ্যে বিয়ে করলেই নাকি, সেই বিয়ে টেকার সম্ভবনা সব থেকে বেশি। আপনি কী ভাবছেন?, এই বয়সেই করবেন নাকি, সে সুযোগই নেই। বিয়ে আপনার হয়েই গিয়েছে!

.