এই চার উপাদান ছাড়া দেবী দুর্গার পুজোই হয় না!

Updated By: Sep 26, 2017, 05:42 PM IST
এই চার উপাদান ছাড়া দেবী দুর্গার পুজোই হয় না!

নিজস্ব প্রতিবেদন: গঙ্গা মাটি, গো-চনা, গো-মূত্র এই তিন উপাদান ছাড়া দেবী দুর্গার পুজো 'অসম্পূর্ণ', মত ধর্ম প্রজ্ঞাদের। আর এই তিন উপাদান ছাড়াও রয়েছে আরও এক উপকরণ, যা দিয়ে দেবী দুর্গার মূর্তি তৈরি হয়। গণিকালয়ের পুণ্য মাটিই হল সেই উপকরণ, যা ব্যবহার করে পটুয়ারা দেবী দুর্গার প্রতিমা গড়েন। অবশ্যই পড়ুন- দেবীরূপের মাহাত্ম্যটা স্মরণে রেখে যেন কাজ করেন আজকের দুর্গারা

ভগবান শিবের জটায় বাস করা গঙ্গা। আর গরু, যা হিন্দু বিশ্বাস অনুযায়ী মা রূপে পূজিতা হন। দেবী দুর্গার পুজোতে এই দুইয়ের প্রয়োজনের ব্যাখ্য হিসেবে ধর্ম প্রজ্ঞারা 'শুভ' শব্দকেই বেশিরভাগ সময় ব্যবহার করেছেন। অনেকের মতে গঙ্গা মাটি, গো-চনা এবং গো-মূত্র 'অপিবত্র' মানব দেহকে পবিত্র করে। তাই সমস্ত শুভ কাজের আগে এই তিনের ব্যবহার অবশ্যই করেন হিন্দু ধর্মাবলম্বীরা। আর সেই সূত্র ধরেই দুর্গা দেবীর আরাধনাতেও ব্যবহৃত হয় গঙ্গা মাটি, গো-চনা এবং গো-মূত্র। কিন্তু দেবী প্রতিমা গড়তে কেন পটুয়ারা ব্যবহার করেন গণিকালয়ের মাটি, সে বিষয়ে নির্দিষ্ট সর্বজন গ্রাহ্য কোনও ব্যাখ্যাই এখনও পর্যন্ত পাওয়া যায়নি। শোনা যায়, একজন পুরোহিত গণিকালয় থেকে মাটি সংগ্রহ করেন এবং তা গ্রহনের সময় বৈদিক মন্ত্র উচ্চারণ করে তা শুদ্ধ করেন। এরপর সেই মাটি দিয়েই নাকি তৈরি হয় দেবী প্রতিমা।  

.