মহাকাশে যৌন ও প্রজনন গবেষণায় ব্যর্থ হল রাশিয়ান স্পেস এজেন্সি

মহাকাশে যৌন ও প্রজনন নিয়ে বিস্তর গবেষণা চলছে। তবে গিরগিটিদের নিয়ে সেক্স গবেষণায় ব্যর্থ হয়ে এক ধাপ পিছিয়ে পড়ল রাশিয়ান স্পেস এজেন্সি, রোসকসমস। শূন্য মাধ্যাকর্ষণ জায়গায়  সেক্স ও প্রজনন  হওয়ায় কতটা সম্ভব এ নিয়ে সন্দিহান বিজ্ঞানীরা।

Updated By: Sep 2, 2014, 05:58 PM IST
মহাকাশে যৌন ও প্রজনন গবেষণায় ব্যর্থ হল রাশিয়ান স্পেস এজেন্সি

ওয়েব ডেস্ক: মহাকাশে যৌন ও প্রজনন নিয়ে বিস্তর গবেষণা চলছে। তবে গিরগিটিদের নিয়ে সেক্স গবেষণায় ব্যর্থ হয়ে এক ধাপ পিছিয়ে পড়ল রাশিয়ান স্পেস এজেন্সি, রোসকসমস। শূন্য মাধ্যাকর্ষণ জায়গায়  সেক্স ও প্রজনন  হওয়ায় কতটা সম্ভব এ নিয়ে সন্দিহান বিজ্ঞানীরা।

নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী, মহাকাশের বিপদসংকুল পরিবেশে সহবাস করা সম্ভব নয়। কারণ মহাকাশে সবকিছুই ভারশূন্য। তবুও বিজ্ঞানীরা আশা ছাড়েননি। এরআগে মহাকাশে ড্রোসোফিল মাছিদের নিয়ে প্রজনন গবেষণা সফল হয়েছে। কিন্তু রাশিয়ান স্পেস গিরগিটিরা প্রজননে ব্যর্থ হয়। ভারশূন্য পরিবেশে ৪টি স্ত্রী গিরগিটি ও একটি পুরুষ গিরগিটিকে ফোটন-এম৪ মহাযানে নিয়ে আসা হয়। সেখানেই মারা যায় গিরগিটিরা। কী কারণে গিরগিটিরা মারা গেল ৪৪ দিনের ভিডিও ফুটেজ দেখে বিজ্ঞানীরা তদন্তে নেমেছেন।

 

.