ইবোলা থেকে 'সম্পূর্ণ মুক্ত' আক্রান্ত, দাবি লাইবেরিয়া সরকারের
ভারতে প্রথম পা রাখেন এক 'ইবোলা আক্রান্ত' ব্যক্তি। এই খবর আসার পর দিল্লি বিমানবন্দরে নজরদারি আরও কঠোর করা হয়েছে।
ওয়েব ডেস্ক: ভারতে প্রথম পা রাখেন এক 'ইবোলা আক্রান্ত' ব্যক্তি। এই খবর আসার পর দিল্লি বিমানবন্দরে নজরদারি আরও কঠোর করা হয়েছে।
২৬ বছর বয়সী ভারতীয় এক ব্যক্তি ১০ নভেম্বর দেশে ফেরেন। লাইবেরিয়া সরকার থেকে জানানো হয়েছে আক্রান্ত ব্যক্তি ইবোলা ভাইরাস থেকে 'সম্পূর্ণ মুক্ত'। দিল্লি বিমানবন্দরে আসার পর তাঁকে দিল্লি বিমানবন্দরের এয়ারপোর্ট হেল্থ অর্গানাইজেশনের বিশেষ বিভাগে পর্যবেক্ষণের জন্য রাখা হয়। ভারতের এই প্রথম ব্যক্তি ইবোলা আক্রান্তের জন্য চিকিত্সা চলছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর থেকে জানানো হয়, তিন রকমের রক্ত পরীক্ষা করা হয়, সেখানে ইবোলা নেগেটিভ দেখা গেছে। অন্যদিকে ব্যক্তির বীর্য পরীক্ষা করে দেখা গিয়েছে পজেটিভ। পুণের ন্যাশানাল ইন্সটিটিউট অফ ভাইরোলজি (NIV) ও দিল্লির ন্যাশানাল সেন্টার ফর ডিজিস কন্ট্রল (NCDC)-এ পরীক্ষা করা। শরীরে ফ্লুইড টেস্ট নেগেটিভ হওয়া পর্যন্ত তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।